ফাইল ছবি
আন্তর্জাতিক

রুশদের ঠেকানোর মতো অস্ত্র নেই

সান নিউজ ডেস্ক: দোনবাস প্রদেশের দোনেৎস্ক দখল করার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। দোনেৎস্কের সম্মুখভাগের শহর হলো স্লোভিয়ানেস্ক। আল জাজিরা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

দোনবাসের লুহানেস্ক দখল করার পর এখন রুশ সেনাদের নজর দোনেৎস্কের দিকে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দোনেৎস্কের স্লোভিয়ানেস্কের বাসিন্দা এবং সেখানে অবস্থান করা ইউক্রেনের সেনারা জানিয়েছেন, তারা বুঝতে পারছেন স্লোভিয়ানেস্কে ব্যাপক হামলা চালাবে রুশ সেনারা।

নাম প্রকাশ না করার শর্তে এপিকে একজন সেনা বলেন, সবাই জানে স্লোভিয়ানেস্কে বড় যুদ্ধ হবে।

২৩ বছর বয়সী একজন স্বেচ্ছাসেবী সেনা, যিনি যুদ্ধের আগে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন, দুঃখ করে বলেন, আসন্ন রুশ সেনাদের হাতে যেসব অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো প্রতিহত করা এবং রুশ সেনাদের ঠেকানোর মতো অস্ত্র আমাদের হাতে নেই।

আরও পড়ুন: শপিং মলে বন্দুক হামলা, নিহত ৭

দুঃখের হাসি দিয়ে এ সেনা বলেন, ‘আমরা জানি কি আসছে।’

এদিকে ২০১৪ সালে রুশপন্থি সেনারা স্লোভিয়ানেস্ক দখল করেছিল। তাদের অধীনে তিন মাস ছিল স্লোভিয়ানেস্ক। ওই সময় অঞ্চলটিতে থাকা বেশ কয়েকজন সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের অপহরণ করা হয়েছিল। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছিল।

স্লোভিয়ানেস্কের মেয়র জানিয়েছেন, শহরে এখন প্রতিদিন তিন থেকে পাঁচবার গোলাবর্ষণ হচ্ছে। তাছাড়া গত সপ্তাহ থেকে ক্লাস্টার বোমার ব্যবহার অত্যাধিক বেড়ে গেছে।

আরও পড়ুন: মেঘনা গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা