সান নিউজ/এআই
আন্তর্জাতিক
ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন  ট্রাম্পের হুঁশিয়ারি:

“রপ্তানি পণ্যে বসবে ভারী শুল্ক”

সান নিউজ অনলাইন 

ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর “ব্যাপক শুল্ক” আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়িয়েছে।

সোমবার (২০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে। ট্রাম্প বলেন,

“তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না।’ কিন্তু যদি তারা এটা চালিয়ে যায়, তাহলে ভারতীয় পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করা হবে।”
রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের মতে, এই বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে সহায়তা করছে। ফলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা দেশগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, নয়াদিল্লি এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ভারতের জ্বালানি বিশ্লেষকদের মতে, সস্তা রাশিয়ান তেল ভারতের অর্থনীতিকে অনেকটা ভরসা দিয়েছে। যদি তা বন্ধ করতে হয়, তাহলে দেশের ভেতরে জ্বালানি মূল্যস্ফীতি ও উৎপাদন খরচ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে জনজীবনে।

চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্কহার বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এই শুল্ক আরোপ হয়েছে টেক্সটাইল, ওষুধ, কৃষিপণ্য ও প্রযুক্তি সামগ্রীর ওপর। ট্রাম্প বলেছেন, “ভারত যদি রাশিয়ার সঙ্গে তেলচুক্তি চালিয়ে যায়, তাহলে এসব শুল্ক আরও বাড়ানো হবে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে ভারত। বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩০ শতাংশই আসে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বাণিজ্য বজায় রাখায় পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক দিন দিন জটিল হয়ে উঠছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য শুধু ভারত নয়, বরং রাশিয়ার সঙ্গে বাণিজ্য রাখা দেশগুলোর জন্যও এক ধরনের “অর্থনৈতিক সতর্কবার্তা”। এটি এক প্রকার ‘বাণিজ্যিক কূটনীতি’- যেখানে অর্থনৈতিক চাপের মাধ্যমে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে।

ভারতের জন্য এটি নিঃসন্দেহে কঠিন সময়- একদিকে সস্তা জ্বালানির প্রয়োজন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্য চাপ। এই ভারসাম্য রক্ষা করাই এখন নরেন্দ্র মোদি সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুরআন পোড়ানোর অভিযোগে পিতাপুত্র আটক

পবিত্র কুরআন শরিফ পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া রাড়ীব...

মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজি...

মনোনয়ন বঞ্চিত সমর্থকদের ষষ্ঠ বাংলাদেশ–চীন মৈত্রী সেতু ব্লকেড

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে ঢাকা–মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ ব...

জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই শহীদ-২০২৪ এর স্মৃতি স্মরণে কুষ্টিয়ার মিরপুরে আন্তঃইউনিয়ন ফুটবল ফাইনাল ম...

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, গুলিবিদ্ধ ২

কুষ্টিয়ার দৌলতপুরে দোকানের সামনে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি...

কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষা...

লন্ডন–দিল্লিতে বসে কোনো রাজনীতি চলবে না

এই দেশে এসে রাজনীতি করতে হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ড...

মনোনয়ন বঞ্চিত সমর্থকদের ষষ্ঠ বাংলাদেশ–চীন মৈত্রী সেতু ব্লকেড

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে ঢাকা–মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ ব...

জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই শহীদ-২০২৪ এর স্মৃতি স্মরণে কুষ্টিয়ার মিরপুরে আন্তঃইউনিয়ন ফুটবল ফাইনাল ম...

মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রতিবাদে কামাল জামান মোল্লার মশাল মিছিল

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে শিবচর উপজেলা বিএন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা