সান নিউজ/এআই
আন্তর্জাতিক
ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন  ট্রাম্পের হুঁশিয়ারি:

“রপ্তানি পণ্যে বসবে ভারী শুল্ক”

সান নিউজ অনলাইন 

ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর “ব্যাপক শুল্ক” আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়িয়েছে।

সোমবার (২০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে। ট্রাম্প বলেন,

“তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না।’ কিন্তু যদি তারা এটা চালিয়ে যায়, তাহলে ভারতীয় পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করা হবে।”
রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের মতে, এই বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে সহায়তা করছে। ফলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা দেশগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, নয়াদিল্লি এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ভারতের জ্বালানি বিশ্লেষকদের মতে, সস্তা রাশিয়ান তেল ভারতের অর্থনীতিকে অনেকটা ভরসা দিয়েছে। যদি তা বন্ধ করতে হয়, তাহলে দেশের ভেতরে জ্বালানি মূল্যস্ফীতি ও উৎপাদন খরচ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে জনজীবনে।

চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্কহার বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এই শুল্ক আরোপ হয়েছে টেক্সটাইল, ওষুধ, কৃষিপণ্য ও প্রযুক্তি সামগ্রীর ওপর। ট্রাম্প বলেছেন, “ভারত যদি রাশিয়ার সঙ্গে তেলচুক্তি চালিয়ে যায়, তাহলে এসব শুল্ক আরও বাড়ানো হবে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে ভারত। বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩০ শতাংশই আসে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বাণিজ্য বজায় রাখায় পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক দিন দিন জটিল হয়ে উঠছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য শুধু ভারত নয়, বরং রাশিয়ার সঙ্গে বাণিজ্য রাখা দেশগুলোর জন্যও এক ধরনের “অর্থনৈতিক সতর্কবার্তা”। এটি এক প্রকার ‘বাণিজ্যিক কূটনীতি’- যেখানে অর্থনৈতিক চাপের মাধ্যমে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে।

ভারতের জন্য এটি নিঃসন্দেহে কঠিন সময়- একদিকে সস্তা জ্বালানির প্রয়োজন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্য চাপ। এই ভারসাম্য রক্ষা করাই এখন নরেন্দ্র মোদি সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা

এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্র...

কেশবপুরে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর জেলার কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরা...

শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশ বৃদ্ধি, কতটা স্বস্তি আসবে?

টানা আটদিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়...

আল-আমিন মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কেশবপুর আল-আমিন মডেল একাডেমির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনু...

নোয়াখালীতে মসজিদে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪০

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প...

“রপ্তানি পণ্যে বসবে ভারী শুল্ক”

ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তব...

“আওয়ামী লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল”

আওয়ামী লীগের আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা উচি...

জুলাই সনদের পর নতুন বিতর্কে রাজনৈতিক অঙ্গন

জুলাই সনদে রাজনৈতিক ঐক্যের প্রতিশ্রুতি এলেও বাস্তব...

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন সাইফুল ইসলাম

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ...

আল-আমিন মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কেশবপুর আল-আমিন মডেল একাডেমির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা