ছবি: সংগৃহীত
সারাদেশ

এবার পরিবার নিয়ে প্রকাশ্যে এলেন রিপন মিয়া

সান নিউজ অনলাইন

আলোচনার কেন্দ্রে থাকা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া এবার মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন, জানালেন নিজের অবস্থান এবং ঘটনার আসল রূপ।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে পরিবারকে অবহেলা, স্ত্রী-সন্তান অস্বীকার এবং বাবা-মাকে না দেখার অভিযোগ উঠেছে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক, ট্রল ও সমালোচনা।

বুধবার (১৫ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে রিপন মিয়া জানান, ঘটনাটি ভুল ব্যাখ্যা ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বাবা-মাকে অবহেলার অভিযোগ প্রসঙ্গে রিপন বলেন:

আমি আধাপাকা ঘর বানাচ্ছি। বউ-বাচ্চা এক রুমে থাকুম, মা-বাবা আরেক রুমে থাকবেন। আমি কি তাদের দেখি না? কয় মাসে টাকা দিইনি, বলেন? স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও রিপোর্টে তিনি যে বিয়ে অস্বীকার করেন, তা ছিল মজা করতে গিয়েও রাগের মাথায় বলা। অনেক আগেই ভাইসাবদের ভিডিওতে বিয়ের কথা বলছি। ওইদিন বারবার জিজ্ঞেস করায়, শেষে রেগে ত্যাড়া করে বলছি—আমি বিয়ে করি নাই।

এ বিষয়ে রিপনের মা ফাতেমা বেগম বলেন, “আশপাশের কত মানুষ কয়, “তোমার ছেলে লাখ লাখ টাকা কামাই করে, বিদেশ ঘুরে, তোমারে কী দিছে।” এরা আওয়ার পর আমি বুজ্জি না হেরা যে সাংবাদিক। মনে করছি, আমরারে সাহায্য করব আরও। আমার ছেলেও আরও উপরে উঠব। লোভে পড়ছিলাম বাপ। লোভে পড়ে কুড়াল দিয়া আমার বাপটারে (রিপন) শেষ করলাম। কত কষ্ট কইরা বড় করছি ওরে, আইজকা আমি কী করলাম। আমার তিন ছেলেই আমাদের দেখে। ছোট মাইয়াডারেও তো রিপনই পড়ায়।”

রিপন মিয়া বলেন, “ঘুম থেকে উইঠা চা স্টলে গেছিলাম, তখন কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল। মজা করতে বলল, আমি ছন্দ বলছি। পরে হঠাৎ করে পরিবার নিয়ে কটাক্ষ শুরু করে, আমি বউ-সন্তান অস্বীকার করি কিনা—এইসব প্রশ্নে মাথা গরম হইয়া যায়।” আমি গুছায়া কথা বলতে পারি না, এই কারণেই সাংবাদিকদের এড়িয়ে চলি। ওনারা ভিডিওর সব কথা রাখেন নাই, কেটে-ছেঁটে প্রচার করছে।

কনটেন্ট বানানো রিপন মিয়ার শখ, জীবিকা নয় উল্লেখ করে তিনি বলেন, ভাই আমি কাঠমিস্ত্রি। ভিডিও বন্ধ করে দিমু, কিছু যায় আসে না। আল্লাহর রহমতে সব পারি। কর্ম জানা মানুষ আটকে থাকে না।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা