ছবি: সান নিউজ
সারাদেশ

শিপ ব্রেকার্স নির্বাচনের ফল ঘোষণার আগেই কমিশনের পদত্যাগ

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) বহুল আলোচিত নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন জটিলতা। নির্বাচনী সিডিউল অনুযায়ী আগামী ২৫ অক্টোবর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও এখন তা অনিশ্চয়তায় পড়ে গেছে। কমিশনের তিন সদস্যের মধ্যে দুজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন, আর বাকি একজনও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। ফলে নির্বাচন কার্যক্রম কার্যত থমকে গেছে।

সূত্র জানায়, এবারের নির্বাচনে ১১টি পদের সবগুলোতেই একক প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচনের আগেই “বিনা ভোটে নির্বাচিত” হওয়ার ঘোষণা আসতে থাকে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় যাচাই–বাছাই কার্যক্রমও সম্পন্ন হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট অব ট্রেড অর্গানাইজেশন (ডিটিও) এবার প্রথমবারের মতো একটি সুস্পষ্ট নির্বাচনী নীতিমালা জারি করে, যেখানে প্রার্থীদের জন্য হালনাগাদ আয়কর রিটার্ন, ভ্যাট সনদ, পুলিশ ভেরিফিকেশন এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক করা হয়। কিন্তু বেশিরভাগ প্রার্থী এসব নথি সময়মতো জমা দেননি; প্রদত্ত কাগজের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে প্রথমে নির্বাচন কমিশনের সদস্য জহিরুল ইসলাম চৌধুরী ১৩ অক্টোবর এবং পরে প্রধান কমিশনার কাজী মাহমুদ ইমাম বিলু ১৪ অক্টোবর পদত্যাগ করেন।

বিলু তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নিয়মিত কাগজপত্র জমা না দেওয়া এবং কিছু প্রার্থীর দায়িত্বহীন আচরণের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের পরিবেশ থাকেনি।”

কমিশনের একমাত্র বাকি সদস্য খায়রুল আলম সুজন বলেন, “আমার একা থেকে কোনো কিছু এগিয়ে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন প্রক্রিয়া কার্যত স্থগিতের মুখে।”

এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১১টি পদের প্রতিটির জন্য একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলো নির্বাচন শেষ হওয়ার দাবিও তোলে। এদের মধ্যে সভাপতি পদে নাম আসে আমজাদ হোসাইন চৌধুরীর, যিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আসলাম চৌধুরীর ছোট ভাই।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে দাবি করা অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. মহসিন চৌধুরী (পিএইচপি), ভাইস-প্রেসিডেন্ট নাওশীর হাসান (ক্রিস্টাল শিপার্স), গাজী মোকারম আলী চৌধুরী (চিটাগাং শিপ ব্রেকিং), এবং নির্বাহী সদস্য হিসেবে হোসাইনুর আরেফীন, এস. এম. নুরুন নবী, নুর উদ্দিন রুবেল, মো. তসলিম উদ্দিন, ফেরদৌস ওয়াহিদ, মো. সেলিম উদ্দিন ও ইয়ামিন ওবাইদা আসাদী।

তবে নির্বাচন বোর্ড এখনো এ কমিটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। নির্বাচন কমিশনের অনুপস্থিতিতে প্রার্থিতার বৈধতা ও বিজয়ী ঘোষণার বিষয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এই জটিলতা শুধুই প্রশাসনিক নয়; শিপ রিসাইক্লিং খাতের প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রশ্নও জড়িত। পর্যবেক্ষকরা বলছেন, এটি শুধু একটি নির্বাচনের অনিয়ম নয়, বরং একটি খাতের প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর আস্থার সংকট।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোটের মাঠে বিভক্ত বিএনপি, এতে আমাদের দল বড় জয় পাবে: মুফতি নুরানী

মুন্সীগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী বলেছেন, বিএ...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বা...

ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্...

নতুন পুলে বদলে গেল জনজীবন, চিংড়াখালীতে দুর্ভোগের অবসান

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বলেশ্বর নদীর তীরবর্তী উত্তর ও...

পুলিশ রাষ্ট্রের কর্মচারী, কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বা...

ভোটের মাঠে বিভক্ত বিএনপি, এতে আমাদের দল বড় জয় পাবে: মুফতি নুরানী

মুন্সীগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী বলেছেন, বিএ...

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মাওলা...

মাদারীপুরে ৩৩ কেভি খুঁটির যন্ত্রাংশ চুরি, বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ

মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্...

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা