বন্দি বিনিময় সম্পন্ন, ট্রাম্প বললেন -“মধ্যপ্রাচ্যের জন্য মহান দিন”
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক একটি যৌথ চুক্তিতে সই করেছে। সোমবার মিশরের শার্ম এল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবদেল ফাত্তাহ আল-সিসি ও অন্য দুই দেশের শীর্ষ নেতা।
চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় আটক থাকা শেষ ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েল ১,৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে ছেড়েছে। এছাড়া হামাস ২৭টি মরদেহ ও ২০১৪ সালের যুদ্ধে নিহত এক ইসরায়েলি সেনার দেহাবশেষ ফেরত দিতে সম্মত হয়েছে।
চুক্তিপত্রে শান্তি, সহনশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিশ্রুতি তুলে ধরে ট্রাম্প বলেন, “আজ মধ্যপ্রাচ্যের জন্য একটি মহান দিন... এই দলিল যুদ্ধবিরতির নিয়ম নির্ধারণ করবে।” তিনি আরও বলেন, “এই যুদ্ধের অবসান শুধু ইসরায়েল নয়, ফিলিস্তিনিদের জন্যও স্বস্তির।”
এ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে উভয় পক্ষ পরোক্ষভাবে চুক্তির মূল বিষয়ে সম্মতি দিয়েছে।
হামাস মুখপাত্র হাযেম কাসেম আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েল যেন যুদ্ধবিরতি না ভাঙে, তা নিশ্চিত করতে নজরদারি বজায় রাখতে।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৭ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।
সাননিউজ/এও