ইরান তার পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএইএ (IAEA)-র সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার জানান, জাতিসংঘ যদি ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক কোনো প্রস্তাব দেয়, তবে তারা আবার চুক্তিতে ফিরবে।
ইরান ১৯৬৮ সালে আইএইএ’র সঙ্গে পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দিয়ে সহযোগিতা চুক্তি করেছিল। কিন্তু চলতি বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বাড়ায় সম্পর্ক খারাপ হয়। আইএইএ জানায়, ইরানের কাছে রয়েছে ৪০০ কেজি ইউরেনিয়াম, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ, যা ৯০ শতাংশ পর্যন্ত উন্নীত করা গেলে পরমাণু অস্ত্র তৈরির যোগ্যতা পাওয়া যায়।
ইসরায়েলের বিমান অভিযান ও দীর্ঘ সংঘর্ষে ইরানের অনেক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পরবর্তীতে আইএইএ ও ইরানের সংলাপ চেষ্টা হলেও ইরান পরমাণু স্থাপনাগুলো আইএইএকে দেখানোর বাধ্যবাধকতা প্রত্যাখ্যান করে।
সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
আরাগচি বলেন, ইউরোপের সঙ্গে আর কোনো বৈঠকের প্রয়োজন নেই।
সাননিউজ/এও