আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। শনিবার রাতের সংঘর্ষের পর পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি করেছে আফগান তালেবান সরকার।
রোববার (১২ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এ তথ্য জানিয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সীমান্তে ট্যাংক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন শুরু করেছে আফগান বাহিনী। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
সংঘর্ষের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যেখানে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের মৃত্যুর গুঞ্জন ছড়ায়। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তান টিটিপি নেতাদের আশ্রয় দিচ্ছে।
আফগান সরকার পাকিস্তানের এ হামলাকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
সাননিউজ/এও