যুদ্ধবিরতি চলার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের পাঁচজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। গতকাল নিজেদের ২০ জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পরদিনই এ হত্যাযজ্ঞ চালাল ইসরায়েল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটিতে এ ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের নির্ধারিত কথিত ‘হলুদ সীমা’ বা যুদ্ধবিরতির রেখা (ceasefire line) অতিক্রম করায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েল সেনারা জানিয়েছে, গাজা সিটির সেজায়া এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি। ওই সময় তাদের লক্ষ্য কর সরাসরি গুলি ছোড়া হয়। তাদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা না সরায় গুলি ছোড়া হয়েছে। এসব ফিলিস্তিনিকে নিজেদের জন্য ‘হুমকি’ হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি বাহিন এমন ঘটনা ঘটাচ্ছে তখন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ভ্রমণও করেছেন।
সাননিউজ/আরপি