নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামার কথা আজ। তবে বৃষ্টির কারণে খেলা একনো শুরু হয়নি।
রবিবার (২ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দু’দলের সামনেই এবার প্রথম শিরোপা জয়ের সুযোগ এটি।
খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। তবে ফাইনাল মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে বৃষ্টি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ফাইনালের ভেন্যু নবি মুম্বাইয়ে এখনো অব্যাহত বৃষ্টি। যার কারণে টসও অনুষ্ঠিত হয়নি।
ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে আজ খেলা সম্পন্ন না হয়, তবে ম্যাচ কাল একই অবস্থা থেকে পুনরায় শুরু হবে।
যদি বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু হয়, তবে ওভার কাটা যাবে না। তবে কমপক্ষে ২০ ওভারের ম্যাচ আয়োজনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত।
সাননিউজ/আরপি