ছবি: সংগৃহীত
জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

সান নিউজ অনলাইন 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, দুর্বল পাঁচ ব্যাংকের মার্জার প্রক্রিয়ায় শেয়ার শূন্য ঘোষণা করে গভর্নর বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করেছেন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) , বুধবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড বাতিল ও শেয়ার ইকুইটি শূন্য বিবেচনার ঘোষণা দেন গভর্নর আহসান এইচ মনসুর। এর পরই বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে বিনিয়োগকারী ঐক্য পরিষদ গভর্নরের পদত্যাগ দাবি জানায়।

বিনিয়োগকারীদের অভিযোগ, শেয়ার শূন্য ঘোষণা করার এখতিয়ার গভর্নরের নেই এবং এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের পুঁজিকে ঝুঁকির মুখে ফেলেছে। তারা বলেন, শুধু গভর্নর নয়, অর্থ মন্ত্রণালয়ও এই ক্ষেত্রে ব্যর্থতার দায় এড়াতে পারে না। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরের পদত্যাগ ছাড়া গ্রহণযোগ্য সমাধান নেই বলে সতর্ক করেন তারা।

এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ইসলামী ব্যাংক হিসেবে পরিচালিত হবে। এ লক্ষ্যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মনোনীত প্রশাসকদের।

সংবাদ সম্মেলনে গভর্নর জানান, পাঁচ ব্যাংক মিলিয়ে নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়াবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ। তিনি বলেন, “শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন নেগেটিভ। তাই আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ম অনুযায়ী শেয়ার ভ্যালু শূন্য বিবেচনা করা হবে; তবে কাউকে জরিমানা করা হচ্ছে না।”

এ ছাড়া আমানতকারীদের আশ্বস্ত করে গভর্নর বলেন, ২ লাখ টাকা পর্যন্ত আমানত পূর্ণ নিরাপত্তায় উত্তোলন করা যাবে এবং বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে ধাপে ধাপে অর্থ তোলার ব্যবস্থা রাখা হবে। ব্যাংকগুলোর ৭৫০ শাখা ও প্রায় ৭৫ লাখ আমানতকারী রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না।

বিনিয়োগকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, এ সিদ্ধান্ত বাজারে আতঙ্ক তৈরি করেছে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। সংগঠনটি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আগামী নির্বাচন সামনে রেখে এ প্রক্রিয়া রাজনৈতিক পরিবর্তনে থেমে যেতে পারে কি না, এমন প্রশ্নে গভর্নর জানান, সিদ্ধান্তটি দেশের স্বার্থে নেওয়া হয়েছে এবং সরকার পরিবর্তন হলেও এই সিদ্ধান্ত বহাল থাকবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা