বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন কর্পোরেট জগতের অভিজ্ঞ নির্বাহী ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। এর মাধ্যমে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের শূন্য পদ পূর্ণ হলো।
চলতি বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে ঘিরে বিতর্ক দেখা দেয়। পরবর্তীতে তিনি পদত্যাগ করলে তার স্থলেই রুবাবা দৌলাকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়।
রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশ-এর শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন। কর্পোরেট ক্যারিয়ারের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।
১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালনকালে তিনি জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারই উদ্যোগে ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত হয়।
রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্রীড়া সংগঠক হিসেবে নারী নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছেন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বোর্ডের পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন কাউন্সিলর হিসেবে রুবাবা দৌলা সেখানে যোগ দিতে পারেন। এনএসসির মনোনীত অপর কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
সাননিউজ/এও