ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটলকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঝাল চত্বর দিক থেকে আসা শাটলকারটি প্রধান ফটকে মোড় নেওয়ার সময় একটি ভ্যান হঠাৎ সামনে চলে আসে। মুহূর্তেই সংঘর্ষে ভ্যানটি উল্টে যায় এবং শাটলকারের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হলে উপস্থিত শিক্ষার্থী ও অন্যান্য ভ্যানচালকরা দ্রুত তাকে ইবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।
ইবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন এবং শাটলকারের ভাঙা কাচে হাত-পায়ের কিছু অংশ কেটে গেছে। তাকে চিকিৎসা দিয়ে নয়টি সেলাই দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আবদুর রউফ বলেন, “ঘটনাটি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। শাটলকার চালক তানভীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আহত ভ্যানচালকের চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা দেবে।”
সাননিউজ/আরপি