স্পোর্টস ডেস্ক : চলমান এশিয়া কাপের আসর শেষ হওয়ার পথে। আর মাত্র ৩ ম্যাচ বাকি দুই ফাইনালিস্ট নির্ধারণে অর্থাৎ সুপার ফোরের তিন ম্যাচ হয়ে গেছে। তবে এখনও কোন ফাইনালিস্ট চূড়ান্ত হয়নি, প্রত্যেক দলেরই সুযোগ রয়েছে ট্রফি জয়ের।
আরও পড়ুন : পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে
আসুন দেখে নেওয়া যাক, এশিয়া কাপের এই আসরের প্রত্যেক দলই কীভাবে ফাইনালের টিকিট পেতে পারে।
আরও পড়ুন : ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য
শ্রীলঙ্কা (পয়েন্ট ৪) :
ম্যাচ বাকি: পাকিস্তানের বিপক্ষে।
দাসুন শানাকার লঙ্কানদের যা করতে হবে :
পাকিস্তানকে হারাতে হবে
অথবা
আশা করবে বাকি দুই ম্যাচের একটি হারবে আফগানিস্তান
অথবা
পাকিস্তান অথবা আফগানিস্তানের চেয়ে ভালো নেট রান রেট থাকতে হবে।
সুপার ফোরে দুটি জয়ে চার পয়েন্ট নিয়ে নিরাপদ অবস্থানে শ্রীলঙ্কা। বলতে গেলে ফাইনাল প্রায় নিশ্চিত।
অবশ্য বুধবারই (৭ সেপ্টেম্বর) তারা পেয়ে যেতে পারে ফাইনালের টিকিট। আফগানিস্তান পাকিস্তানের কাছে হেরে গেলেই ফাইনালে উঠবে দাসুন শানাকার দল।
০.৩৫১ তাদের নেট রান রেট, পাকিস্তান (০.১২৬ রান রেট) ও আফগানিস্তানের (-০.৫৮৯) জন্য যেটা পার হওয়া অসম্ভব।
আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম
পাকিস্তান (পয়েন্ট ২) :
ম্যাচ বাকি : আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
বাবর আজমদের পাকিস্তানকে যা করতে হবে :
বাকি দুটি ম্যাচই জিততে হবে
অথবা
অন্তত একটি ম্যাচ জিততে হবে, নেট রান রেটে এগিয়ে থাকতে হবে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার চেয়ে।
অথবা
দুটি ম্যাচও যদি হেরে যায়, তাহলে তারা চাইবে আফগানিস্তানের বিপক্ষে ভারতের হার কিংবা দুই দলের চেয়ে নেট রান রেট ভালো থাকতে হবে।
ভারতের বিপক্ষে জিতে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রেখেছে পাকিস্তান। বুধবার রাতে আফগানিস্তানকে হারালেই রেজওয়ানরা উঠবে ফাইনালে।
আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় টাইফুনে নিহত ১০
আফগানিস্তান (পয়েন্ট ০) :
ম্যাচ বাকি : পাকিস্তান ও ভারতের বিপক্ষে।
মোহাম্মদ নবীর পাকিস্তানকে যা করতে হবে :
দুটি ম্যাচই জিততে হবে এবং পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার চেয়ে নেট রান রেট বেশি থাকা লাগবে।
অথবা
ভারত কিংবা পাকিস্তানকে হারাতে হবে। সেক্ষেত্রে তাদের চাওয়া থাকবে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যাক এবং দুটি দলের চেয়ে বেশি নেট রান থাকতে হবে।
দাসুন শানাকার শ্রীলঙ্কার কাছে হেরে -০.৫৮৯ নেট রান রেট নিয়ে আফগানিস্তানের পথ অনেক কঠিন হয়ে গেছে। রশিদ খানের আফগানদের ফাইনালে উঠতে হলে বাকি দুই ম্যাচ জয়ের বিকল্প নেই।
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭
ভারত (পয়েন্ট ০) :
বাকি ম্যাচ : আফগানিস্তানের বিপক্ষে
রোহিত শর্মার ভারতকে যা করতে হবে :
আফগানিস্তানকে হারাতে হবে এবং চাইতে হবে বাকি দুটি ম্যাচই হেরে যাক পাকিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জিতলেও তাদের সম্ভাবনা নেই। সুপার ফোরে দুটি হারের কারণে এখন ভারতকে নির্ভর করতে হবে অন্য দলগুলোর ফলের ওপর।
প্রসঙ্গত, ভারত যদি অলৌকিক কিছু ঘটিয়ে ফাইনালে ওঠলেও এটা নিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে না।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            