পাবনা প্রতিনিধি: পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
আরও পড়ুন: বই থেকে শরীফার গল্প বাদ দিতে নোটিশ
বুধবার (২৪ জানুয়ারি) রাতে দুবলিয়া বাজারের শতাধিক নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা খান মানিকের সার্বিক পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন।
আরও পড়ুন: ২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
এ সময় আরও উপস্থিত ছিলেন- চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বাপ্পি প্রমুখ।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            