ছবি: সংগৃহীত
রাজনীতি

এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে

নিজস্ব প্রতিনিধি: এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ ও তেলের দাম ৩/৪ বার করে বেড়েছে। এরপরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই সরকার ব্যর্থ।

আরও পড়ুন: বাইডেনের নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বগুড়া সদরের এরুলিয়া বাজারে রোড মার্চের উদ্বোধনের আগে এ কথা বলেন তিনি। এ রোডমার্চ কর্মসূচির আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, চোর চোর, এতো বড় চোর যে, এ দেশকে চুরি করে ফোকলা করে দিয়েছে। চুরি করে তারা বিদেশে বাড়িঘর নির্মাণ করছে। সবচেয়ে বড় কি চুরি করেছে? দেশের ভোটের অধিকার চুরি করেছে।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ অক্টোবর

তিনি বলেন, রোড মার্চের উদ্বোধনী পথ সভায় আমাদের অধিকার আদায় করতে হবে। এজন্য রাজপথে দাঁড়াতে হবে। আমাদের একদফা এক দাবি, ভোটের অধিকার ও শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, বিরোধীদল যাতে নির্বাচনে না আসতে পারে, সেজন্য আগেই মিথ্যা মামলা দিয়ে রাখছে। ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও যুবদলের তরুণদের বলবো, তোমাদের ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্য দেবেন ৩ বিদেশি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি সরকারে থাকলে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না, তুমি পদত্যাগ করো। হয় সংসদে পদত্যাগ করো নয়তো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করো।

এরপর রোড মার্চের উদ্বোধন ঘোষণা করে মির্জা ফখরুল দলের ৪০ লাখ নেতাকর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনকে টুকু প্রমুখ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২২ নেতাকর্মী গ্রেফতার

এ দিন সকাল থেকেই ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া থেকে রাজশাহীগামী তারুণ্যের রোড মার্চ কর্মসূচিতে যোগ দিতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর জেলার হাজার হাজার নেতাকর্মী বাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল নিয়ে এরুলিয়া এলাকায় জমায়েত হতে থাকে।

রোডমার্চটি বগুড়ার সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা