জেলা প্রতিনিধি: নাটোর থেকে ‘তারুণ্যর রোডমার্চ’-এ অংশ নিতে যাওয়া বিএনপির নেতাকর্মীদের একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পদোন্নতি পেলেন বিএনপির ৮ নেতা
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আহত হন- বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আবু তালহা মানিক, ছাত্রদল কর্মী সম্রাট, মেহেদী হাসান, স্বপন, শিমুলসহ আরও বেশ কয়েক জন।
আরও পড়ুন: দেশের বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে
জানা গেছে, রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোডমার্চকে ঘিরে সকাল থেকে নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন ক্ষমতাসীন দলের সমর্থকরা। নাটোর-বগুড়া মহাসড়কে দিঘাপতীয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায় তারা।
সকালে নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির পথ রোধ করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে পুড়ে যায় গাড়িটি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বগুড়ায় তারুণ্যর রোডমার্চে অংশ নিতে লালপুর থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মাইক্রোবাসে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের লোকজন পথ রোধ করে তাদেরকে মারপিট করে এবং গাড়িতে আগুন দেয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২২ নেতাকর্মী গ্রেফতার
শুনেছি আহত নেতাকর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েছেন। বর্তমানে কি অবস্থা, জানি না।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গাড়িতে আগুন লেগেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গাড়ির আগুন নেভানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে তদন্ত চলছে।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            