ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থনে র্যালি ও সমাবেশ করেছে শিবচর উপজেলা বিএনপি।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা বিএনপি আয়োজিত রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান, সদস্য সচিব সাইদুল বেপারি প্রমুখ।
রবিবার বিকেল ৩টা থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এলে একাত্তর সড়ক কানায় কানায় ভরে যায়।
অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৯টি ইউনিয়নের বিএনপির নেতা-নেত্রী ও কর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর মনোনয়নের দাবি জানান।
সাননিউজ/আরপি