নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রবিবার (৯ নভেম্বর) সাংবাদিকদের জানান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আইনগতভাবে আমরা আমাদের দিক থেকে যেটা বলা দরকার, সেটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এখন তারেক রহমান ও দলের পক্ষ থেকে চাইলে তারা আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি আছে তা পূরণ করতে পারেন।”
সিনিয়র সচিব আরও জানান, “অপিল, সংশোধনী, পরিমার্জন এবং সময় বর্ধন—এগুলো নির্বাচন প্রক্রিয়ায় প্রচলিত প্রথা। তারেক ও তার দল অনশন ভেঙে এ প্রক্রিয়া অনুসরণ করলে আইনগতভাবে তাদের আবেদন সুরার দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে।”
তিনি জানান, আপিল করলে তা কমিশন বা সচিবালয়ে করতে হবে, কারণ চিঠিপত্র সচিবালয় থেকে প্রেরণ করা হয়। “সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিল করা যাবে, যদি তারা করতে চান,” উল্লেখ করেন আখতার আহমেদ।
সাননিউজ/এও