ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের জেরে ১ নারী নিহত হয়েছেন।

আরও পড়ুন: কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভূমিকম্পটি আঘাত হানার পর আতঙ্কে বোগোটার বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে রয়টার্স বলছে, বৃহস্পতিবার কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জা ভাঙচুর, আটক ১০০

তবে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, এ ভূমিকম্পের ছিল মাত্রা ৬.১। এ ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

বোগোটার কাছেই কাজ করেন ৪৩ বছর বয়সী অ্যাড্রিয়ান অ্যালারকন।

তিনি বলেন, শক্তিশালী এ ভূমিকম্পটি দীর্ঘ সময় ধরে চলেছিল। আমি আতঙ্কগ্রস্ত। জীবন এক সেকেন্ডে বদলে যায়। কিছুই করার থাকে না। জীবন বাঁচানোর জন্য শুধু দৌড়ানোই তখন কাজ।

আরও পড়ুন: মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

ভূমিকম্পের জেরে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক নারী নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ জানান, রাজধানীর দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্পটি আঘাত হানে। সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান।

তিনি জানান, এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। ভূমিকম্পের সময় এক নারী ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে লাফ দেন। সেটি স্পষ্টতই আতঙ্কের কারণে। আমরা মেডিকেল টিম নিয়ে ঐ বাড়িতে যারা তার সাথে ছিল, তাদের সাথে আছি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০

ভূমিকম্পের ঘটনায় কলম্বিয়ার কংগ্রেস তাদের চেম্বার অব রিপ্রেজেন্টেটিভসে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।

তবে এতে কেউ আহত হয়নি বলে এক্স-এ পোস্ট করা একটি বার্তায় উল্লেখ করে চেম্বার অব রিপ্রেজেন্টেটিভস।

কলম্বিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্যালভারিও পৌরসভা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ঐ এলাকার বাড়িঘরের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জায় হামলা, গ্রেফতার ১৪৬

এছাড়া ঐ এলাকার কাছাকাছি ভিলাভিসেনসিওতে ভূমিধসের খবর জানিয়ে সংস্থাটি বলছে, তাদের কর্মীরা আরও ক্ষয়ক্ষতি শনাক্তের জন্য পরীক্ষা করছে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কয়েক মিনিট পর আফটারশক অনুভূত হয়। সে সময় বোগোটা শহরের লোকজন আতঙ্কে রাস্তায় ভিড় করেন।

কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা ধারণা করছে, দ্বিতীয় ভূমিকম্পটি ৫.৬ মাত্রার ছিল। এরপরের আফটারশকটি ৪.৮ মাত্রার ছিল বলে জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা