ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
বুরকিনা ফাসো

সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রায় ৪৪ জন নিহত হয়েছেন। দেশটির নতুন সামরিক প্রধান সহিংসতা মোকাবিলায় প্রচেষ্টা বাড়ানোর অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন : সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

রোববার (৯ এপ্রিল) কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে ২ টি মারাত্মক হামলায় প্রায় ৪৪ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির নাইজার সীমান্তের কাছে সাহেল অঞ্চলের কৌরাকাউ ও টন্ডোবি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মূলত আল কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস)-এর সাথে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলো এ অঞ্চলে সক্রিয় রয়েছে।

অবশ্য কোনও গোষ্ঠী এই হামলার কথা স্বীকার করেনি। তবে ঐ এলাকায় সহিংসতা খুবই সাধারণ বিষয়। কর্মকর্তারা এই হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’কে দায়ী করেছেন।

আরও পড়ুন : নির্বাচনে সরকারি দল একটি পক্ষ

সাহেল অঞ্চলের লেফটেন্যান্ট-গভর্নর রোডলফ সোরঘো জানান, ঘৃণ্য ও বর্বর হামলার পেছনে থাকা হামলাকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য গ্রামবাসীও হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের সংখ্যা ঠিক কত তা স্পষ্ট নয়।

তিনি আরও জানান, হামলার শিকার এলাকাকে স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কাজ চলছে।

আরও পড়ুন : যুদ্ধবিমানে ঘুরলেন ভারতের প্রেসিডেন্ট

একজন বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে জানান, হামলার সময় বিশাল সংখ্যক সন্ত্রাসী গ্রামে ঢুকে পড়ে। তিনি সারা রাত ধরে গোলাগুলির শব্দ শুনতে পান।

তিনি বলেন, শুক্রবার (৭ এপ্রিল) সকালে আমরা দেখি রাতে হওয়া হামলায় কয়েক ডজন মানুষ মারা গেছে।

আরও পড়ুন : সার্ভার ত্রুটিতে ঈদের ট্রেনের টিকেট

এএফপি আরও বলছে, কয়েকদিন আগে গবাদি পশু চুরির চেষ্টাকারী ২ সন্ত্রাসীকে পিটিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাতের এই হত্যাকাণ্ডটি সেতেঙ্গা গ্রামের কাছে ঘটে, যেখানে গত জুনে কয়েক ডজন লোক নিহত হয়েছিলেন।

বিবিসি জানিয়েছে, বুরকিনা ফাসো ও এর প্রতিবেশী দেশগুলো ২০১৩ সাল থেকে জিহাদি বিদ্রোহের মুখোমুখি হয়েছে। সংকটের সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতার কারণে উল্লেখযোগ্য রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

আরও পড়ুন : পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়

এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবার নেতৃত্বে বুরকিনা ফাসোর সামরিক বাহিনী সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালের জানুয়ারিতে দেশটির ক্ষমতা দখল করে। কিন্তু তিনি এসব আক্রমণ ও সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হন। একই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থানে তাকে অপসারণ করেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস-এর সাথে সম্পৃক্ত।

আরও পড়ুন : তাইওয়ানে চীনের সামরিক মহড়া

এছাড়া গত এক দশকে দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে। এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো, নাইজার এবং মালির বিস্তৃত এলাকাজুড়ে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত জিহাদিদের হামলা বৃদ্ধি পেয়েছে। ফলে সাহারার দক্ষিণে সাহেল অঞ্চলে ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিরেই দলকে জেতালেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

শাহবাগে ৪ ঘণ্টা ধরে অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত...

এখন আলোচনায় 'এক্সিট''

প্রতিবেদনে বলা হচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স সামনের ম...

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনে...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনে...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ফিরেই দলকে জেতালেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা