এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : "সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বেগম বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করেছে কালকিনি উপজেলা প্রশাসন।
আরও পড়ুন : শার্শায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার অডিটোরিয়াম হল রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা মহিলা বিষয় কমকর্তা হামিদা খাতুন, উপজেলা কৃষি কমকর্তা মিল্টন বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস কে এম শিবলী রহমান, প্রাথমিক শিক্ষা কমকর্তা বদিউজ্জামান, মৎস কর্মকর্তা সন্দীপন মজুমদার নারী উদ্যোক্তা কোহিনুর সুলতানা।
আরও পড়ুন : বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ
অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক সহযোগিতা, সেলাই মেশিন ও ব্লক বাটিকের নানা ধরনের উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            