আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫০ জন অস¦চ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ সহায়তা পেয়েছেন ৪০ জন অসহায় নারী।
আরও পড়ুন : রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সহায়তা প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক মো. ইকবাল হোসেন জানান, মোট সেলাই মেশিনের মধ্যে সদর উপজেলায় দেয়া হয় ১২টি, চরফ্যাশনে ৮টি ও দৌলতখান, বোরানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় ৬টি করে ৩০টিসহ মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৪০ জন অসহায় নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন : ভালুকায় মোবাইল কোর্টে জরিমানা
পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহিদুজ্জামান।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন।
আরও পড়ুন : বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ
সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আলমগীর হুসাইন, ভোলা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল,জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্যাহ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            