ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় মোবাইল কোর্টে উপজেলার সিডস্টোর এলাকায় পলাশ ফিলিং স্টেশনকে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আরও পড়ুন : বন্যা-ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী
সোমবার (৭ আগস্ট) ময়মনসিংহ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ’র তত্ত্বাবধানে, ভালুকা মডেল থানার পুলিশ ফোর্স এবং বিএসটিআই কর্মকর্তার সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় পলাশ ফিলিং স্টেশনকে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
জনস্বার্থে ভালুকায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            