কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ ভর্তি ব্যাটারি চালিত অটোভ্যানের চাপায় জারিপ শেখ (৫) নামে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: পৌরসভা মেয়রের অপসারণের দাবি
শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এ ঘটনা ঘটে। জারিপ শেখ ডোবরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মোস্তফার ছেলে জারিপ শেখসহ কয়েকজন শিশু শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল।
আরও পড়ুন: যশোরে আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ লাখ কৃষক!
খেলাধুলা করার সময় চিতারবাজার থেকে পেঁয়াজ ভর্তি ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় ওই শিশুকে বাড়ির লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সাবরিনা হক টুম্পা বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিকের উপর হামলা, আটক ২
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুব্রত কুমার রায় জানান, শিশুটিকে আহত অবস্থায় বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            