ছবি-সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

শুক্রবার (২১ জুলাই) রাত ৮ টায় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মনিকুড়া এলাকার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধার নাম- জুলেখা বেগম (৬৬)। তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জুলেখা বেগম বেশকিছু দিন ধরে বলে আসছিল তার শরীর জ্বালাপোড়া করে, তাকে কেউ তাবিজ-কবজ করেছে। বুধবার ওই বৃদ্ধা তার ছেলেকে এসব কথা বলেন। কিন্তু ছেলে তার কথা বিশ্বাস করেনি। মাকে বুঝাতেন যে তাবিজ-কবজ বলতে কিছু নেই। এসব মিথ্যা ধারণা। কিন্তু বৃদ্ধা বলতো তোরা যদি বিশ্বাস না করিস, তাহলে আমি নিজের গলা দা দিয়ে কেটে ফেলব।

আরও পড়ুন : আরসার সামরিক কমান্ডার গ্রেফতার

ঘটনার দিন বিকেলে ছোট ছেলে প্রাইভেট পড়ানোর জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। তখন বৃদ্ধা তার ছেলেকে বলেন আমার শরীর জ্বালাপোড়া করছে, আমাকে কেউ তাবিজ-কবজ করছে। ছেলে তাকে বুঝিয়ে বলে এসব কিছু না। তখনও জুলেখা বেগম ছেলেকে বলে বিশ্বাস করিস না তো, দা দিয়ে গলা কাটলে পড়ে বুঝবি। এই কথা শুনে ছেলে প্রাইভেট পড়াতে চলে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে নিজ ঘরে গলাকাটা অবস্থায় দেখতে পেরে ডাক-চিৎকার দেয়। স্থানীয়রা এসে এমন অবস্থা দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের সর্বকনিষ্ঠ পুত্র ইব্রাহীম জানান, বড় ভাইয়েরা সাংসারিক কারণে আলাদা থাকেন। মা কে দেখভালের দায়িত্ব আমিই পালন করতাম। আমার মা প্রায় ৫ বছর ধরে প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে নিজ ঘরেই চিকিৎসা সেবা নিচ্ছিলেন। বেশ কিছুদিন ধরে আচার-আচরণে বেপরোয়া স্বভাবের হয়ে উঠেন। কারো কথা শুনতেন না। বেশি কিছু বললে আত্মহত্যার হুমকিও দিতেন। সংসারের হাল ধরতে পড়ালেখার পাশাপাশি প্রতিদিনের ন্যয় আজও টিউশনি শেষে বাড়ি ফিরে অসুস্থ মায়ের খোঁজ নিতে গিয়ে দেখি শয়নকক্ষে হাতে বটিসহ রক্তাত অবস্থায় তার গলাকাটা মরদেহ পড়েছে। তাৎক্ষণিক ডাক চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও পড়ুন : স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, নিহত বৃদ্ধা প্রায়ই তার ছেলেদের বলতেন তার শরীর জ্বালাপোড়া করছে। ছেলেরা শিক্ষিত হওয়ায় মায়ের কথার তেমন গুরুত্ব দিত না। যন্ত্রণায় অতিষ্ট হয়ে তিনি প্রায়ই দা দিয়ে গলাকাটার কথা বলতেন। মরদেহ উদ্ধার করার সময় বৃদ্ধার এক হাতে দা ধরা অবস্থায় ছিল। তবে এটি খুন নাকি আত্মহত্যা তা এখনি বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা