জামালপুর প্রতিনিধি : জামালপুরে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আরও পড়ুন : দেশের মানুষ ভুল করে না
এদিকে জেলার ইসলামপুরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
শুক্রবার সকাল ৯ টায় ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করে শহর প্রদক্ষিণ শেষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলীর সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেসসহ আরও অনেকেই।
আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী
বর্ণাঢ্য আয়োজন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ও মিডিয়ার নেতৃবৃন্দ অংশ নেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            