সারাদেশ

হলুদ গালিচায় প্রকৃতি মেলেছে পাখা

এহসানুল হক (ময়মনসিংহ): দিগন্তজুড়ে সরিষা ফুলের সমারোহ। দু’চোখ যেদিকে যায় শুধু হলুদ আর হলুদ। আঁকাবাঁকা রাস্তার দু’পাশে প্রকৃতি যেন সেজেছে আপন মহিমায়। এমন নয়নাভিরাম সরিষা ফুলের দৃশ্য, ফুলের গন্ধ, পাখির কিচিরমিচির শব্দ আর মৌমাছির গুঞ্জন মনকে বিমোহিত করে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই

বলছিলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের জয়পুর গ্রামের কথা। ঋতু বৈচিত্র্যের এই বাংলায় বছরের এই সময়টাতে বর্ণিল রঙ আর অনাবিল সৌন্দর্যে ভরে ওঠে বাংলার কৃষকের মাঠ। অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে ফুল আসে, থাকে পৌষ মাস পর্যন্ত। বর্তমানে এই উপজেলার বিভিন্ন এলাকা সরিষা ফুলে পরিপূর্ণ। হলুদের ছোঁয়া যেন মন কেড়ে নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঈশ্বরগঞ্জ সদর,বড়হিত, মাইজবাগ, জাটিয়া, উচাখিলা, রাজিবপুর, তারুন্দিয়া,আঠারবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হলুদ গালিচা বিছিয়ে যেন অপরূপ সাজে সজ্জিত হয়েছে পল্লীর প্রকৃতি। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখতে বাড়ছে প্রকৃতি প্রেমীদের আনাগোনা। প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। মৌমাছির ভনভনানিতে মুখর সরিষার বিস্তৃত মাঠ। ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত হাজারো মৌমাছির দল। এদিকে সরিষার ভালো ফলনে কৃষকদের মুখেও সোনা রাঙা হাসি।

ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের কৃষক ফয়েজ উদ্দিন মেম্বার বলেন,এবারই প্রথম সরিষার আবাদ করলাম।প্রথমবার আবাদ করেই ভালো ফলন পেয়েছি। এবার ১১ কাটা জমিতে সরিষা লাগিয়েছি। ভালো ফুল এসেছে। বিকেলে মানুষ ঘুরতে আসেন সরিষা ক্ষেতে। সড়কের পাশে সরিষা ক্ষেতে সবসময়ই মৌমাছি ও বিভিন্ন ধরনের পাখি উড়াউড়ি করে। এখানে এসে অনেকেই ছবি তুলে আবার চলে যায়।

তিনি আরও জানান, কৃষি অফিসের সহযোগিতায় ১১কাটা জমিতে উচ্চ ফলনশীল বারি-১৪ ও বারি-৯ জাতের সরিষার বীজ রপন করেছি। কৃষি অফিস থেকে বীজের পাশাপাশি ১০ কেজি করে ডিএপি ও এমওপি সারও পেয়েছি। ১১কাটা জমিতে সরিষা চাষ করতে খরচ হয়েছে ১০ হাজার টাকা। আশা করছি এই জমি থেকে চাষ খরচবাদে ৭০ থেকে ৮০ হাজার টাকা বিক্রি করে লাভবান হতে পারব।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে

বুধবার এসব এলাকার সরিষা ব্লক পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ খান,কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমি,উপসহকারী কৃষি অফিসার মোঃ মুরশেদ আলী খান, সুমি আক্তার প্রমুখ।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, চলতি মৌসুমে ঈশ্বরগঞ্জ উপজেলায় ২৩০ হেক্টর জমিতে বারি সরিষা -১৪,বিনা সরিষা-৯,বারি সরিষা-১৭সহ বিভিন্ন জাতের সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫০ হেক্টরের বেশি হয়েছে। গতবছর চেয়ে এবছর সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষা খেতে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য অনুমোদিত কীটনাশক ব্যবহারসহ ভালো ফলন পেতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদানের জন্য উপ-সহকারী কৃষি অফিসার তাঁদের পাশে আছেন। সরিষা বিক্রি করে এবার কৃষকের মুখে হাসি ফুটবে বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা