সারাদেশ
নোয়াখালী জেলা আওয়ামী লীগ 

তারা লুটেপুটে সব খেয়ে ফেলছে

নোয়াখালী প্রতিনিধি: নিজ জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির নেতাদের নিয়ে আবারও তির্যক মন্তব্য করছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। শনিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষকদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির প্রথম সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, ‘আপনারা জানেন নোয়াখালী আওয়ামী লীগকে ধ্বংসের পথে ফেলানোর জন্য চেষ্টা করা হয়েছে। কি কারণে করা হয়েছে তাও জানি না। কিন্তু এইটুকু বুঝি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নোয়াখালীতে লুটেপুটে সব খেয়ে ফেলছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে ইঙ্গিত করে একরামুল করিম চৌধুরী বলেন, ‘বিশেষ করে আপনাদের পিয়ন, প্রত্যেকটা স্কুলের পিয়ন নিয়োগে তিন লাখ, চার লাখ, পাঁচ লাখ টাকা করে সাবেক উপজেলা চেয়ারম্যান ঘুষ খেয়ে খেয়ে চাকরিগুলা দেওয়া হয়েছে। একটা গরীব লোক তিন লাখ টাকার বিনিময়ে যদি চাকরি নেয়, তখন ওই পিয়নের ওই টাকা দিয়ে তার চলবে না, সে তখন ধানাইপানাই করে। স্কুলে ঠিকমতো পিয়নগিরিও করে না, শিক্ষকদের কথাও শুনে না।’ এ সময় যেসব পিয়ন (চতুর্থ শ্রেণির কর্মচারী) ঠিকমতো স্কুলের কাজ করে না, শিক্ষকদের কথা শুনে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা প্রাথমিক অফিসারকে নির্দেশনা দেন এমপি একরামুল করিম।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম সেলিমকে অত্যাচারী উল্লেখ করে সংসদ সদস্য একরাম বলেন, ‘সুবর্ণচরে আমাদের আওয়ামী লীগের আহবায়ক, এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান এদের অত্যাচারে মানুষ, তারা মনে করে তারা অনেক জনপ্রিয়, মোটেও না; এই অঞ্চলের মানুষগুলো তাদেরকে পছন্দ করে না এটা হলো বাস্তবতা।’

আরও পড়ুন: ঢাকায় মা‌র্কিন আন্ডার সেক্রেটারি

নিজেকে নিয়ে প্রতিপক্ষের সমলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একরাম চৌধুরী খেতে আসিনি। সরকারের উপকারে এসেছি। সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা নিজেরাই জানেন কারা আমাকে ব্যবহার করে বড়লোক হয়েছে। আর এখন বলা হয় আমি নাকি পারসেনটেজ নিতাম। আরে পারসেনটেজ নিলেন তো ওগুলো আপনারা, আমি তো কোনদিন কোন ডিপাটমেন্টে যায়নি, কেউ বলতে পারবে না। আর আমার বিরুদ্ধে তো কোনদিন কোন মিছিল বের হয়নি টেন্ডারবাজির জন্য। টেন্ডারবাজির জন্য কার বিরুদ্ধে কে মিছিল করছে নোয়াখালীর মানুষ সবই জানে।’

এ ব্যপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন বলেন, আমার হাতে কোনো নিয়োগ হয়নি। বরঞ্চ এসব নিয়োগ বোর্ডে সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। যদি ঘুষ নেওয়া হয় তাহলে তার (সংসদ সদস্য একরামের) লোকজন নিয়েছে।’

আরও পড়ুন: বিদ্যালয়ে বই পৌঁছেনি তথ্য সঠিক নয়

নিজের বিরুদ্ধে সংসদ সদস্য একরামের অভিযোগ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের আহবায়ক এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, 'উনি (সংসদ সদস্য একরাম) যখন বলেছেন আমার জনপ্রিয়তা নাই, না ইতো। এখন আমি কি করতে পারি।’

এর আগে গত ১৭ মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দলে বিভেদ সৃষ্টিকারী, টেন্ডারবাজ এবং মনোনয়ন বাণিজ্যকারীদের লাগাম টেনে ধরতে বলেছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। ওইদিন সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সামনে এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখনও লাগাম ধরেন জেলা আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগকে বাঁচান। কারণ সবার আঙ্গুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি; কাদের ভাই বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, এখন ধরে রাখার চেষ্টা করেন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিপিবি প্রার্থী শ. ম. কামাল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপ...

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা...

ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর...

বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদের চে...

দিবাকরকাঠী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকা...

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭...

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা