সারাদেশ

বিড়ম্বনার শিকার সিলেটে যুক্তরাজ্য প্রবাসীরা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সত্ত্বেও যুক্তরাজ্য প্রবাসীরা সিলেট পৌঁছেছেন দুপুর ১২টায়, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা বিআরটিসির বাসেই অবস্থান করছিলেন। সরকার নির্ধারিত দুটি হোটেলের সঙ্গে দর দামে হচ্ছিল না বিধায় এত বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের।

অবশ্য বিকেল সোয়া ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসক জানিয়েছেন, প্রবাসীদের ৪১ জনই উঠছেন নির্ধারিত হোটেল হলি গেইটে। আর সিলেট মহানগর পুলিশ জানিয়েছে ১ পরিবার উঠেছেন হোটেল স্টার প্যাসিফিকে আর দু’টি পরিবার উঠেছেন হোটেল হলি গেইটে। অন্যরা বিআরটিসির বাসে অবস্থান করছিলেন।

মহামারি করোনার নতুন ধরন আবিষ্কারের পর আতঙ্কে সিলেটের যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফিরতে শুরু করেছেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২০২) সিলেটে এসেছেন ৪৭ জন প্রবাসী। এদের ৪১ জন নেমেছেন সিলেটে, অন্যরা গেছেন ঢাকায়।

সিলেটের প্রবাসীদের সরকারের নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষার পর বিআরটিসির দুটি বাস বহন করে নিয়ে আসে নগরীর দরগাগেইট এলাকায় কোয়ারেন্টাইনের জন্য প্রশাসন নির্ধারিত হোটেল স্টার প্যাসিফিক ও হোটেল হলি গেইটের সামনে। কিন্তু এখানে আসার পর হোটেলগুলোর ভাড়া নিয়ে বিপত্তি বাধে। চলে দর দাম।

এ অবস্থায় উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে প্রবাসী ও তাদের স্বজনদের মধ্যে। সর্বশেষ বিকেল ৪টার দিকেও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রবাসীরা হোটেলে উঠেছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি।

সান নিউজের সিলেট প্রতিনিধিকে তিনি বিকেল ৪টা ১০ মিনিটে ম্যাসেজ দিয়ে জানিয়েছেন ৪১ জনই হোটেল হলি গেইটে উঠছেন।

সোয়া ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, স্টার প্যাসিফিকে ১টি পরিবার ও হলিসাইডে দুটি পরিবার উঠেছেন। অন্যরা বাসেই অবস্থান করছেন।

তিনি আরও জানান, হোটেল দুটোতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একাধিক সূত্র জানায়, প্রবাসীরা এত খরচে ২ সপ্তাহ ধরে হোটেলে থেকে কোয়ারেন্টাইনের বিষয়টি মেনে নিতে পারছেন না। বিকেল পৌনে ৫টা পর্যন্তই এই অচলাবস্থা চলে।

উল্লেখ্য, হাটেল স্টার প্যাসিফিকের সিঙ্গেল বেডের একটা কক্ষের ভাড়া প্রতিদিন ৪ হাজার ও ডাবল বেডের একটা কক্ষের জন্য ৫ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। আর হলিগেইটের ভাড়ার বিষয়টি আগের নিয়মেই বলে জানিয়েছেন হোটেলটির কর্তৃপক্ষ।

সর্বশেষ, হোটেল হলিগেইট কর্তৃপক্ষ জানিয়েছেন, বিকেল ৫টার দিকে কিছুসংখ্যক প্রবাসী তাদের হোটেলে উঠতে শুরু করেছেন। তবে সংখ্যাটা তারা তাৎক্ষণিক জানাতে পারেননি।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা