সারাদেশ

উলিপুরে স্ত্রীর বিরুদ্ধে দোকান ভাঙচুর ও  লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে দোকান-ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে। এ ঘটনার প্রতিকার চেয়ে অসহায় ওই স্বামী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, ওই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামের বাসিন্দা সাহেব আলী (৭০) এর দ্বিতীয় স্ত্রী হাবিবা বেগম (৫০) এর সাথে দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে সাহেব আলীর থেতরাই বাজারের ২ শতক জমির উপর নির্মিত ৩ টি আধাপাকা দোকানের উপর নজর পড়ে তার। দোকান ঘরসহ বাজারের ২ শতক জমি লিখে না দেয়ায় বিভিন্ন সময় সাহেব আলীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করেন হাবিবা বেগম।

এরপর তাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। গত রবিবার (১১ অক্টোবর) সকালে হাবিবা বেগম তার ভাড়াটে লোকজনকে সাথে নিয়ে দোকান ৩টি নিজের দাবি করে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৬৫ হাজার টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে অসহায় স্বামী সাহেব আলী থেতরাই ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে।

এ বিষয়ে হাবিবা বেগম বলেন, আমার স্বামী দেনমোহরের টাকা বাবদ দোকানের ২ শতক জায়গা লিখে দিয়েছে। আমি সেই জায়গা সেকেন্দার আমিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি। গত রবিবার সেকেন্দারকে দোকান ঘর বুঝিয়ে দেয়ার জন্য লোকজন নিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করি।

থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের মাঝে পারিবারিক কলহ চলছে। বিষয়টি আপোষ মিমাংসার প্রক্রিয়াধীন।

সান নিউজ/কেএস/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা