ছবি: সংগৃহীত
সারাদেশ
সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ নিয়ে খামারিরা শংকায়

ফেনীতে কোরবানির পশুর সংকট নেই

ফেনী প্রতিনিধি

ফেনীতে এবার কোরবানির পশুর সংকট নেই। জেলার পশু মজুত চাহিদার তুলনায় বেশি। তবে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু প্রবেশ এবং গোখাদ্যের অতিরিক্ত দামের কারণে ঈদে গবাদি পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। শুরুতেই বাজার চড়া হলেও দিন শেষে দাম কমবে বলে জানান ত্রেতা বিক্রেতারা।

পবিত্র ঈদুল আজহা আর মাত্র ১০ দিন দূরে। ইতোমধ্যে কোরবানির পশু বেচাকেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারি, ব্যাপারী ও ক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীতে গত কয়েক বছরের মতো এবারও বিপুলসংখ্যক পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। ফলে পশু আমদানির প্রয়োজন হবে না। চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা ৮২ হাজার ৩৩৬টি, আর মজুদ রয়েছে ৮৭ হাজার ২২৭টি। এর মধ্যে ৬৯ হাজার ৩৬০টি গরু, ১ হাজার ৬৬৭টি মহিষ, ১৩ হাজার ২৪৩টি ছাগল ও ৩ হাজার ১৪৭টি ভেড়া।

ক্রেতারা জানান, গত কয়েক বছর ধরে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গরুর দাম বাড়িয়ে থাকেন।

তারা বলেন, বৈধ পথে বিদেশি গরু আমদানি হলে বাজারে দাম নিয়ন্ত্রণে থাকবে এবং ক্রেতারাও উপকৃত হবেন।

পাঠানবাড়ি এলাকার হাসিনা এগ্রোর মালিক আরাফাত খান বলেন, সখের বসে ৮ বছর ধরে গবাদি পশু পালন করছি। আমাদের খামারে প্রাকৃতিক উপায়ে লালিত পশু—সবুজ ঘাস, খড়, ভুষি ও খৈল খাওয়ানো হয়। এতে ক্রেতারা ভেজালমুক্ত পশু কোরবানি দিতে পারবেন।

তিনি আরো বলেন, খামারিদের সবচেয়ে বড় আতঙ্ক গরু চুরি। “গত বছর এক রাখালকে হত্যা করে ৩টি গরু এবং অস্ত্রের মুখে আরেক খামার থেকে ১৩টি গরু ডাকাতি হয়। নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

সোনাগাজীর খামারি জসিম উদ্দিন জানান, তার খামারে এ বছর প্রায় ২০০টি গরু রয়েছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর মূল্য কিছুটা বেশি হবে। তবে সীমান্ত দিয়ে গরু প্রবেশ বন্ধ থাকলে খামারিরা লাভবান হবেন।

পরশুরামের খামারি আবদুল মতিন বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় আমাদের বড় ক্ষতি হয়েছিল। এবার সব অনুকূলে থাকলে কিছুটা ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে কোরবানির শেষ সময়ে বাইরের গরু এলে আবার ক্ষতির মুখে পড়তে হবে।

ফেনী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু না আসার বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। গত তিন মাসে ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১৭৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক বলেন, “জেলায় এবার কোরবানির পশুর কোনো সংকট নেই। প্রায় পাঁচ হাজার তালিকাভুক্ত খামারির বাইরে আরও অনেকে ব্যক্তিগতভাবে পশু পালন করছেন। পশুর সরবরাহ বেশি থাকায় বাজার খামারি ও ক্রেতা উভয়ের অনুকূলে থাকবে বলে আশা করছি।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি থানায় অতিরিক্ত টহল ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “বিজিবি ও পুলিশকে সহায়তা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এই সপ্তাহেই ফিলিস্তিনকে ‘স্বীকৃতি’ দেওয়ার পরিকল্পনা স্টারমারের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্...

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক বানানোর পরিকল্পনা করেছিল রয়্যাল...

শিক্ষার্থীদের বাবা-মা-শিক্ষককে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানানোর অনুরোধ উপদেষ্টার 

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বাবা, মা ও শিক্ষক অনেক পরিশ্রম কর...

জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন এব...

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার : আইএসপিআর

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার...

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...

শাকিবের আসন্ন সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়

সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ক্রিয়েটিভ ল...

উরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কু...

৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে

প্রস্তাবিত ৩০০ আসন নিয়ে ১০ অগাস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ র...

বুবলীর চমক, অন্য রকম জীবন

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা