চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।
বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। ইউএনও জানান, মঙ্গলবার সকালে বিভিষন সীমান্ত দিয়ে ওই ১৭ জনকে পুশ ইন করা হয়। এদের মধ্যে ৯ জন শিশু ৪ জন নারী ও ৪ জন পুরুষ। দীর্ঘসময় তারা সীমান্তের অবস্থানের পর বিজিবি তাদের আটক করে। পরে বিকাল ৪ টার দিকে তাদের গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। ওই ১৭ জনের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিজিবি অধিনায়ক বলেন, পুশ ইনের ব্যাপারে বিস্তারিত তথ্য বিজিবি হেডকোয়ার্টার থেকে জানানো হবে। ১৭ জন পুশ ইন হয়েছে আমরা শুধু এতটুকু নিশ্চিত করতে পারি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, সীমান্ত থেকে ১৭ জনকে আটক করে বিজিবি বিকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।
সাননিউজ/ইউকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            