চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় সরকারি হাটের খাস জায়গায় দোকানঘর নির্মাণ কার্যক্রমের প্রতিবাদে প্রায় আড়াই ঘন্টা রাজশাহী-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারোঘরিয়া প্রান্তে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় রাজশাহী-সোনামসজিদ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যায়। আটকা পড়ে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পন্যবাহী ট্রাক। অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ।
এ সময় অবরোধকারীরা বলেন, বারোঘরিয়া বাজারে সরকারি খাস জায়গায় হাট বসে। সেই জায়গায় হঠাৎ করে দোকানঘর নির্মাণ করতে ইজারা দিয়েছে ভূমি অফিস। তাই দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ বন্ধ করতে হবে। পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদের নির্দেশে নির্মাণাধীন দোকানঘর ভাংচুর করা হয়৷ এসময় দুই দিনের মধ্যে ইজারা বাতিলের হুশিয়ারি দিয়ে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন জানান, উপজেলা থেকে ইজারা দেয়া হাটের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় সরকার রাজস্ব হারাচ্ছে। যেই জায়গায় দোকানঘর নির্মাণ করা হচ্ছে তা সরকারি খাস জায়গা। সকল নিয়ম মেনেই সরকারি খাস জায়গা ইজারা দেয়া হয়েছে। এতে অবৈধ দখলদারদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। তবে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
সাননিউজ/ইউকে