দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ
ঘোড়াঘাটে এনসিপির পথসভা

ভালো কাজের প্রতিযোগিতা চাই, রাজনৈতিক নোংরামি নয়

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি তেলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করি এবং যেখানে প্রয়োজন সেখানেই ন্যায্যতার পক্ষে কথা বলি।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে এনসিপির উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা রাজনৈতিক নোংরা কালচার চাই না। আমরা চাচ্ছি প্রতিটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করুক এবং ভালো কাজ করার প্রতিযোগিতা সৃষ্টি হোক। যে ভালো কাজ করবে, জনগণ তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবে।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে দিনাজপুরে নয় জন জীবন দিয়েছেন, অনেকেই রক্তাক্ত হয়েছেন। তাদের ত্যাগের মর্যাদা রাখতে হলে আমাদের সঠিক কাজ করতে হবে। আগামী নির্বাচনে দলীয় পরিচয় কিংবা প্রতীকের ভিত্তিতে নয় বরং ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আব্দুল মান্নান সরকার। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, শ্রমিক উইং সদস্য মোঃ রেজাউল ইসলাম এবং যুবশক্তির প্রতিনিধি আরিফ মুন।

সভায় দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুন।

ঘোড়াঘাটের পথসভা শেষে সারজিস আলম হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় অংশ নেন এবং জনগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা