ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে দলীয় কার্য্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ হাতেম খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহাম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, সারোয়ার জাহান এমরান, রুহুল আমিন, মজিবুর রহমান মজু, খালেকুজ্জামান তালুকদার, নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ ক্বারী, আবু সাঈদ জুয়েল, আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, মোস্তাফিজুর রহমান মামুন, আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, সৌমিক হাসান সোহাগ, শাহ মোঃ সুজন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            