খেলা

১০ ম্যাচ পর থামলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : সেলেসাওদের জয়রথ থামালো ইকুয়েডর। কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। টানা ১০ ম্যাচ জয়ের পর প্রথমবার ১-১ গোলে ড্র করেছে তারা। ১১তম ম্যাচে এসে জয়ের কোনো দেখা পেল না ব্রাজিল।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই, সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও। তাই মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিলেন তিতে। ছিলেন না নেইমারও।

আর এই সুযোগে ইকুয়েডর টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দলকে আটকে দিলো। ব্রাজিলের জয়রথই কেবল থামায়নি ইকুয়েডর, একই সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালও। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পেরু ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। ফলে ভেনেজুয়েলার (২ পয়েন্ট) চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থাকায় শেষ আটের টিকিট পেয়েছে ইকুয়েডর। আর ওই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এসেছে তাদের ব্রাজিলের জয়রথ থামিয়েই!

৩৭ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। এদের মিলিতাওয়ের হেডে এগিয়ে যায় সেলেসাওরা। এভারতনের নেওয়া ফ্রি কিক বক্সের ভেতর লাফিয়ে ওঠে জালে জড়ান এই ডিফেন্ডার।

পিছিয়ে পড়া ইকুয়েডর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরে ম্যাচে। বিরতি থেকে আসার পর থেকে চাপ তৈরি করতে থাকে তারা। ফল পেয়ে যায় ৫৩ মিনিটে, যখন জোরালো শটে জাল খুঁজে নেন আনহেল মেনা। এনের ভালেন্সিয়ার হেড ছোট বক্সের একটু সামনে থেকে লক্ষ্যভেদ করেন বদলি হয়ে নামা এই ফরোয়ার্ড। কাছ থেকে নেওয়া তার জোরালো শটে কিছুই করতে পারেননি গোলকিপার আলিসন।

আর এরই সঙ্গে টানা ১০ জয়ের পর প্রথমবার ড্রয়ের মুখ দেখলো ব্রাজিল। সেই ২০১৯ সালের নভেম্বরে শেষবার হেরেছিল তিতের দল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হারের পর ছুটছিল তাদের জয়রথ। লিওনেল মেসির গোলের ক্ষত শুকিয়ে জয় উৎসবে মাতা সেলেসাওরা দীর্ঘদিন পর এমন দিনে অন্য দৃশ্য দেখলো, যেদিন সেরা খেলোয়াড় নেইমার ছিলেন বেঞ্চে!

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ঝুমু

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ম...

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: যুক্তরাষ্ট্র

শাসনব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হ...

সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সা...

চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপ...

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের পাশাপাশি এবার কারাগারে তাঁর স্ত্রীও

দক্ষিণ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কিয়ন হি...

লাগাতার অবস্থান কর্মসূচির আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

দাবি না মানলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্ম...

আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন মুস্তাফিজ

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সুযোগ পেয়ে...

‘কুলি’ তে এক পয়সাও পারিশ্রমিক নেননি আমির

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। এ...

ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয়...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ব্লকেড’, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা