স্পোর্টস ডেস্ক : ব্রাইটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফিরেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা সিটি ১৪ মিনিটে এগিয়ে যেতে পারত। কিন্তু কেভিন ডে ব্রুইনের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন ব্রাইটনের গোলরক্ষক। বিরতির আগে এগিয়ে যায় সিটিজেনরা। ৪৪ মিনিটে গোল করেন ফিল ফোডেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে ডি ব্রুইনকে ব্রাইটনের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে হতাশ করেন স্টার্লিং। পেনাল্টি মিস করায় লিড দ্বিগুণ হয়নি। তাতে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় ম্যানসিটি। এই জয়ে ১৬ ম্যাচে নয় জয়ে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে সিটিজেনরা।
সান নিউজ/এসএম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.