ছবি: সংগৃহীত
রাজনীতি

পটুয়াখালী–৪ আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ, জমে উঠেছে নির্বাচনী মাঠ

মো. শাওন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৪ আসন (কলাপাড়া ও রাঙ্গাবালী) এলাকায় নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন।

এই আসনে আলোচনায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল কাইউম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান।

বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া ও রাঙ্গাবালীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধকে তিনি অগ্রাধিকার দেবেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা জানার চেষ্টা করছেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান জানান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য। তিনি ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে সভা শুরু করেছেন।

খেলাফত মজলিশের প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ বলেন, ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করতে চান তিনি।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল কাইউম জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগই তাঁর নির্বাচনী অঙ্গীকার।

গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বলেন, এই এলাকায় পরিবর্তন প্রয়োজন, আর নতুন নেতৃত্বের মাধ্যমেই সেই পরিবর্তন সম্ভব।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে উন্নয়ন, পর্যটন খাতের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও নদীভাঙন রোধই প্রধান ইস্যু হয়ে উঠেছে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘বোর্ড অব পিসে’-এ যোগ না দিলে ফরাসি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাবেন ট্রাম্প

নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত...

ভালুকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার ডা. জাহিদুল ইসলামের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক...

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন : মির্জা ফখরুল

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্...

কুষ্টিয়ায় আবুল হাশেমের দাফন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াত...

বাচ্চু রাজাকারের বেকসুর হওয়ার আইনী প্রক্রিয়া শুরু!

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ...

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

নিরাপদ সড়ক নিশ্চিত করতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শহরের ভেতরে অটোরি...

জুলাই বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করবে জনগণ: আদিলুর রহমান

১৪ শত ছাত্র-তরুণের আত্মাহুতির কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। জুলাই সনদ প্রণীত হয়...

পটুয়াখালী–৪ আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ, জমে উঠেছে নির্বাচনী মাঠ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৪ আসন (কলাপাড়া ও রাঙ্গ...

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবে...

কুষ্টিয়াসহ দুই নির্বাচনী এলাকায় ১৪.৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা