মুন্সীগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী বলেছেন, বিএনপির ভোট দুই ভাগে ভাগ হবে। বাকি ভোট আমাদের দিকেই যাবে। এতে আমাদের দল বড় জয় পাবে। তিনি ভোটের মাঠে শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। জোট সমীকরণ ও স্বতন্ত্র প্রার্থীর প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দলের সমান সুযোগ থাকবে। জনগণকে ভোটে অংশ নিতে উৎসাহিত করছি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম নতুন কিছু চায়। মেট্রোরেল, আধুনিক শহর, মাওয়াকে পর্যটন কেন্দ্র করা, হরগঙ্গা কলেজকে বিশ্ববিদ্যালয় করা, সর্বাধুনিক মেডিকেল কলেজ করা এবং সদর হাসপাতালকে আধুনিকায়ন করারও অঙ্গীকার করেন মুফতি নুর হোসাইন নুরানী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আবু ইউসুফ, জামায়াতের জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ-২ আসনের এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।
সাননিউজ/আরপি