শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হাজারও নেতাকর্মীর সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। এছাড়াও তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাতে অবস্থিত সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর, শহর ও পাশ্ববর্তী গজারিয়া উপজেলার তার সমর্থক হাজারের অধিক নেতাকর্মীর সঙ্গে মহিউদ্দিন ঢাকায় রওনা দেন। পরে ১২টার দিকে তারা জিয়া উদ্যান সমাধিস্থলে পৌঁছান।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, শাহাদাত হোসেন সরকার, মো. জসিমউদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সফিক, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মনা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।
সাননিউজ/আরআরপি