জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থিত তার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা নির্বাচনী অফিস লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী অফিসে গুলির ঘটনাটি রাজনৈতিক নয়, এটি সম্পূর্ণভাবে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা।
বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাননিউজ/আরআরপি