মাদারীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মুরগির খামার। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে খামারির পরিশ্রম আর স্বপ্ন। আগুনে মারা গেছে হাজার হাজার মুরগি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে দাবি খামারির।
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা রাজারচর এলাকার খামারি জসিম বেপারী। চার বছর আগে আট শত মুরগি নিয়ে শুরু করেছিলেন খামারটি। বর্তমানে তার খামারে ছিল ২৫শ মুরগি। আগুনে পুড়ে মারা গেছে প্রায় সবগুলোই। প্রায় বিশ লাখ টাকা ঋণ করে তিলে তিলে গড়ে তুলেছিলেন এই খামারটি। এক নিমিষেই রাতের আঁধারে সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিল দুর্বৃত্তরা।
খামারির দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই এই আগুন দেওয়া হতে পারে।

খামারি জসিম বেপারী বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে খামারটা করেছি। এটা দিয়েই আমি সংসার চালাই। এখন পোলাপান নিয়ে বাঁচতে আমার খুব কষ্ট হবে। লোনের টাকা আমি কীভাবে পরিশোধ করবো? আমার প্রায় ২৫শ মুরগি সবই শেষ হয়ে গেল। কে বা কারা আগুন দিয়েছে জানি না, কিন্তু আমি নিঃস্ব হয়ে গেলাম।”
এলাকার বাসিন্দা ও সংবাদকর্মী রাকিব হাসান জানান,“রাতে হঠাৎ আগুন দেখি। আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে সব শেষ।”
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া এই খামার শুধু একটি ব্যবসা নয়, এটি ছিল একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। দ্রুত দোষীদের শনাক্ত ও ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাননিউজ/আরআরপি