আইপিএলে আর দেখা যাবে না মালিঙ্গাকে
খেলা

আইপিএলে দেখা যাবে না মালিঙ্গাকে

স্পোর্টস ডেস্ক:

আসন্ন আইপিএল থেকে সুরেশ রায়না সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বড় সড় ধাক্কা খেয়েছে চেন্নাই শিবির। এবার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। কারণ, বুধবার (২ সেপ্টেম্বর) লাসিথ মালিঙ্গা জানিয়ে দিলেন, আইপিএলের ১৩তম মৌসুমে তিনি খেলতে পারবেন না

ফলে বিকল্প বেছে নিতে হল রোহিত শর্মার দলকে। সেই নামও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ওই ফ্র্যাঞ্চাইজি।

করোনা আবহে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল। কিন্তু তার আগে সার্বিক পরিস্থিতি বেশ জটিল। এখনও পর্যন্ত কিটের স্পনসর মেলেনি। তার উপর চেন্নাই সুপার কিংস (সিএসকে) এখনও করোনামুক্ত হয়ে উঠতে পারেনি। আক্রান্ত ১৩ জনের রিপোর্ট পাওয়ার পর ছবিটা পরিষ্কার হবে।

এমন অবস্থায় প্রথম ম্যাচে আদৌ মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাই মাঠে নামতে পারবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনকি এখনও পর্যন্ত চূড়ান্ত সূচিও ঘোষণা করতে পারেনি বিসিসিআই। এবার মুম্বাই শিবিরের খবরে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। এই দলের জার্সি গায়ে বহু ম্যাচের ত্রাতা হয়ে উঠেছেন মালিঙ্গা। আর সেই তারকাকেই নাকি এবার খেলতে দেখা যাবে না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

শ্রীলঙ্কার তারকা জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি এই মৌসুমে খেলতে পারবেন না। এই সময় শ্রীলঙ্কায় নিজের পরিবারের কাছে থাকা বেশি জরুরি। মালিঙ্গার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলের কর্ণধার আকাশ আম্বানি বলেন, ‘লাসিথ আমাদের দলের অন্যতম স্তম্ভ। বলাই বাহুল্য যে দল ওকে মিস করবে। কিন্তু ওর পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি। এখন পরিবারের পাশে থাকা প্রয়োজন। আমাদের শুভকামনা ওর সঙ্গে রইল।’

একইসঙ্গে মালিঙ্গার বিকল্প ঘোষণা করেন আকাশ। জানিয়ে দেন, এবার অজি পেসার জেমস প্যাটিনসন খেলবেন তার জায়গায়। কর্ণধারের মতে, প্যাটিনসন যোগ দিলে দলের পেস অ্যাটাক আরও শক্তিশালী হবে।

আইপিএলের সর্বোচ্চ উইকেট প্রাপক মালিঙ্গা। ১৭০টি উইকেট রয়েছে তার ঝুলিতে। গত বছর চতুর্থবার দলের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগরদের অন্যতম ছিলেন শ্রীলঙ্কান এই তারকা। এবার নিঃসন্দেহে তাকে মিস করবেন মুম্বাই শিবির তথা মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দ...

সংঘাত দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হবে বেশি: মুডিস

ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। আন্তর্জাতিক ঋণমান নির...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১০ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান শাহবাগে আন্দোলনকারীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই-আন্দোলনের...

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫...

ফেনীতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা