স্ট্রেট সেটে জিতে সেরেনার রেকর্ড
খেলা

স্ট্রেট সেটে জিতে সেরেনার রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

দারুণ এক জয় দিয়েই যুক্তরাষ্ট্র ওপেনের শুরুটা করলেন সেরেনা উইলিয়ামস। স্ট্রেট সেটে জিতলেন তিনি। একইসঙ্গে ক্রিস এভার্টের যুক্তরাষ্ট্র ওপেনে ১০১টি সিঙ্গলস জয়ের রেকর্ডও ভেঙে দিলেন। ফ্লাশিং মিডোজে একই দিনে সেরিনার বোন ভিনাস প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। এবং নেয়োমি ওসাকার মুখাবরণে বর্ণবিদ্বেষ বিরোধী বার্তা!

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের বিভাগে এগুলোই ছিল চর্চার বিষয়।

প্রথম রাউন্ডে সেরেনা সামনে পেলেন স্বদেশের ক্রিস্টি আনকে। প্রথম সেটে শুরুর সার্ভিস গেমটাই হারান। ম্যাচে আরও কয়েকটা গেম হাতছাড়া করেন। এর বাইরে পুরোটাই ৩৮ বছরের সেরেনার দাপট। ১৩টি এস-এর সৌজন্যে মার্কিন কিংবদন্তি তার চেয়ে বয়সে ১০ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীকে হারালেন ৭-৫, ৬-৩ সেটে। সময় নিলেন ১ ঘণ্টা ২১ মিনিট। তবে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড থেকে মাত্র একটি স্ল্যাম দূরে থাকলেও সেরিনা বলে গেলেন, ‘‘রেকর্ডের কথা ভেবে উত্তেজিত হয়ে লাভ নেই। মাথা ঠান্ডা রাখতে হবে। গ্র্যান্ড স্ল্যামের মধ্যে আছি। আমাকে এখন টুর্নামেন্ট জয়ের কথা ভাবতে হবে, রেকর্ড নয়।’’

হার্ডকোর্টে সেরেনার জেতা-হারার পরিসংখ্যান এখন ১০২-১৩! কিংবদন্তি তারকার কথায়, ‘যতোবার এখানে খেলতে আসি, ততোবারই বলা হয়, একটা না একটা রেকর্ড ভেঙেছি। আজ যেমন ক্রিস এভার্টের রেকর্ডের কথা উঠছে।’ প্রথম রাউন্ডের ম্যাচ জেতা নিয়ে বললেন, ‘‘নব্বইয়ের দশক থেকেই এখানে স্ট্রেট সেটে জিতে আসছি। অবশ্য প্রচুর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে। কঠিন ম্যাচ নিয়ে বেশি ভাবি না। শুধু চেষ্টা করি শুরু থেকে শেষ পয়েন্ট পর্যন্ত মনঃসংযোগটা ধরে রাখতে। বাকি যা হয় হবে।’

সেরেনা শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিন বছর আগে অস্ট্রেলীয় ওপেনে। পরে চারবার তিনি বিভিন্ন টুর্নামেন্টে ফাইনালে উঠেও হেরে যান। টেনিস মহলে বলা হচ্ছে, করোনা সংক্রমণের ভয়ে অ্যাশলে বার্টি, সিমোনা হালেপের মতো তারকারা না থাকায় এ বার সেরিনার পক্ষে মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করা তুলনামূলকভাবে সহজ হবে।

প্রসঙ্গ এড়িয়ে তিনি জানান, ফাঁকা স্টেডিয়ামে খেলতে হচ্ছে বলে ভক্তদের প্রত্যাশার চাপটাও এবার কম।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি বলছে অসংগতি, জামায়াত দেখছে ইতিবাচকতা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য...

আওয়ামী লীগ এখন ‘মরা হাতি’, যে ইচ্ছা লাথি দিতে পারে: হাসনাত

আওয়ামী লীগকে ‘মরা হাতি’ আখ্যা দিয়ে জাত...

শিবচরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থবছরে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রা...

বাংলাদেশের বাস্তবতায় জুলাই সনদের হিসাব–নিকাশ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই স...

উপদেষ্টা থেকে প্রার্থী: ডিসেম্বরেই মাঠে মাহফুজ ও আসিফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ফেব্র...

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা