দেশে ফিরছেন সাকিব
খেলা

সাকিবের ফেরাটা আবারো দূর্দান্ত হবে: সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক:

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে অক্টোবরে, যখন বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কা সফরে। সেই সফরেই দলের সাথে যোগ দিতে চান নিষেধাজ্ঞা শেষেই। আর সেজন্য নিজেকে তৈরি করতে সোমবার (৩১ আগস্ট) দেশে ফেরার কথা আছে জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের

জুয়াড়িদের তথ্য আইসিসিকে ঠিকমতো না দেয়ায় ২০১৯ সালে এক বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল সকিব আল হাসান। ২৮ অক্টোবর শেষ হচ্ছে সেই নিষেধাজ্ঞা। ২৯ অক্টোবর থেকেই আবার মাঠে নামতে পারবেন সাকিব।

তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিবকে। এরপর হবে তার করোনা পরীক্ষা। সেখানে নেগেটিভ হলেই সাভার বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান।

বিকেএসপিতে সাকিবের এই ব্যাক্তিগত উদ্যোগের অনুশীলনে তার সাথে থাকবেন দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন।

মোহাম্মদ সালাউদ্দিন সাকিবের ফেরা প্রসঙ্গে সান নিউজকে বলেন, “আমি আশা করি যে সে আগের মতোই ফিরবে। হয়তো তার চেয়েও অনেক ভাল দূর্দান্তভাবে ফিরবে। বিশেষ করে আমার মনে হয় এবার আমাদের একটা ভালো সুযোগ আছে। আমরা অনেকদিন ধরে একসাথে ট্রেনিং করবো যেটা অনেকদিন ধরে করা হয়না”।

২০১৯ বিশ্বকাপের আগে আইপিএলে বেশ বাজে সময় কেটেছিল সাকিব আল হাসানের। তখনই দেশ থেকে কোচ সালাউদ্দিনকে উড়িয়ে নিয়ে ব্যাক্তিগত অনুশীলন করেছিলেন সাকিব। তারপর তো বাংলাদেদেশের হয়ে ২০১৯ বিশ্বকাপে দারুণ চিনিয়েছেন নিজেকে।

সেই বিশ্বাস থেকেই সালাউদ্দিন বলেন, “সাকিবের একটা জিনিস ভালো যে, যখন তার খেলা স্টপ হয়ে যায় এরপর যখনই সে ব্যাক করে তখন সে কিন্তু খুব ভালভাবে ফেরে এবং সে খেলা নিয়ে অনেক চিন্তা করে। প্রস্তুতির পুরোটাই সাকিবের নিজের সিদ্ধান্তে হবে যে সে এটা কিভাবে করবে। সাকিব দেশে ফিরলেই আসলে এটা নিয়ে আমরা আলোচনায় বসবো। আমরা বিকেএসপির অন্যান্য সুবিধাগুলো নিয়ে কাজ করছি। আমি আশা করি সাকিবের যে মানসিকতা তাতে সে খুব ভালভাবেই ফিরবে”।

অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৪ অক্টোবর থেকে হওয়ার কথা আছে প্রথম টেস্ট। নিষেধাজ্ঞা শেষ করে প্রস্তুতির সবকিছু ঠিকমতো থাকলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে মাঠে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা