সংগৃহীত
খেলা

ভাগ্য ফেরেনি আল-নাসরের 

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল-নাসর দলে রীতিমত তারকার হাট বসিয়েছে। দলে আছেন গেলবারের ব্যালন ডি’অর রানারআপ সাদিও মানে এছাড়াও সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ান রোনালদো। সেইসাথে অ্যালেক্স টেলেস, মার্সেল ব্রোজোভিচরাও ছিলেন মাঠে। সবমিলিয়ে আল-নাসরের জন্য তারকার হাট শব্দটা বাড়াবাড়ি নয়।

আরও পড়ুন: আল-হিলালে নেইমার

মাঠে খেলায় তেমন দুরন্ত আল-নাসরের দেখা পাওয়া ছিল কষ্টকর। আল-নাসর দেখেছে হারের মুখ, ১ম ম্যাচে রোনালদো ছিলেন না। হলুদ জার্সিধারীদের এবার রোনালদো নিয়েই হারতে হয়েছে। আল-তাউনের কাছে সৌদি প্রো লিগের ম্যাচে আল-নাসর হারল ২-০ গোলে।

আল-নাসর রোনালদো, মানে, আন্দ্রেসন তালিসকা এবং মার্সেলো ব্রজোভিচদের নিয়েই দল সাজিয়েছিল। লিগে ১ম ম্যাচ হারলেও ফেভারিট হিসেবেই তারা মাঠে নেমেছিল। প্রতিপক্ষ আল-তাউনের পরিকল্পনা ছিল একদমই অন্যরকম। কাউন্টার অ্যাটাক রক্ষণ সুদৃঢ় রেখে নির্ভর ফুটবলের উপর ভরসা ছিল তাদের। অতি আক্রমণাত্মক আল-নাসর এখানেই হারিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ।

আরও পড়ুন: নেইমারের আল হিলালে বোনো

সফরকারীরা গোলমুখেও অনেক বেশি সফল ছিল। আল নাসর ৬১% বলের দখল রেখে শট নেয় ২৪টি, যার কিনা ৫টি লক্ষ্যে থাকলেও গোল হয়নি। অন্যদিকে আল-তাউনের ৬ টিই লক্ষ্যে ছিল ৮টি শর্টের মধ্যে।

আল-তাউন ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্ত ডিফেন্সের উপর ভরসা রেখে খেলতে থাকে। ম্যাচের ২০ মিনিটের মাথায় খেলার ধারার বিপরীতে লেয়ান্দ্রো তাওয়াম্বার গোলে লিড নেয় দলটি। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে নিজেদের ২য় গোল আসে আহমেদ বাহউসাইনের কাছ থেকে। তাউনের এটি লিগে ১ম জয়। এর আগে নিজেদের ১ম ম্যাচে আল ফাতেহর সাথে ১-১ গোলে ড্র করে ক্লাবটি।

রোনালদোর আল-নাসর এই জয়ের পর লিগে ১৫তম স্থানে আছে। অন্যদিকে আল-তাউন ১ জয় আর ১ ড্র নিয়ে তালিকার ৪র্থ স্থানে আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা