ছবি : সংগৃহিত
খেলা

ইংলিশদের বিপক্ষে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান-লিটন দাশসহ বেশ কয়েকজন ক্রিকেটার সেন্টার উইকেটে রেঞ্জ হিটিং করছেন। নুরুল হাসান সোহান-মেহেদি হাসান মিরাজরা নেটে ব্যাটিং করছিলেন। আর হাসান মাহমুদ ও রেজাউর রহমান রেজা বোলিংয়ে ছিলেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

অপরদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্রেসিংরুমের সামনে প্রায় আধঘণ্টা ধরে আলাপ করে যাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির স্কোয়াড নিয়েই যে এই আলোচনা তা স্পষ্ট। একাদশে কে থাকতে পারে না পারে হয়তো সেই আলাপটাই সারছেন।

হাথুরুসিংহে আলাপ শেষে সংবাদ সম্মেলনে শোনালেন টি-টোয়েন্টির যাত্রার গল্প, আমি এই দলকে আজ দেখেছি। এটা ২০২৪ বিশ্বকাপের যাত্রা শুরু হলো মাত্র।

আরও পড়ুন : আমি জাদুকর নই

এক সুত্রে গাঁথার জন্য অনেক কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের কি আছে, কোথায় উন্নতি করতে হবে এবং কি পরিকল্পনায় এগোতে হবে সব বের করতে হবে। এটা মাত্র শুরু।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জহুর আহমেদে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।

ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের কাজ শুরু হয়। এবার টি-টোয়েন্টিতে যাত্রার পালা। এই সংস্করণে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে।

আরও পড়ুন : এবার টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বধের পালা

লঙ্কান এই কোচের অন্যতম দায়িত্ব টি-টোয়েন্টি দলকে ঘষেমেজে একটি শক্ত ভিত তৈরি করা। যেটি প্রথম মেয়াদে ওয়ানডে সংস্করণে করেছিলেন তিনি।

তাইতো এই কোচ প্রথম দিন থেকেই বিশ্বকাপে নজর রেখে দল গোছানোর ইঙ্গিত দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ যেখানেই অনুষ্ঠিত হোক, প্রস্তুতির জন্য এটি একটি সুযোগ। শেষবার হয়েছে অস্ট্রেলিয়া আর সামনে হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

বেশি সফর করা অন্য দলগুলোর তুলনায় আমাদের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে স্বল্প জ্ঞান রয়েছে। এগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া, সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া হলো চ্যালেঞ্জ।

আরও পড়ুন : টাইগারদের সান্ত্বনার জয়

চলতি বছরে এটি বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। শুধু তাই নয় ইংলিশদের বিপক্ষেও প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তাও শুরু হচ্ছে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে মাত্র একবার দুই দলের দেখা হয়েছিল।

২০২১ বিশ্বকাপের সেই দেখায় উড়ে গিয়েছিল লাল-সবুজের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করে মাত্র ১২৪ রান করে। লক্ষ্যে খেলতে নেমে ৩৫ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।

ঘরের মাঠে এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পালা। অনুশীলনের শেষ দিন বাংলাদেশ শিবির ছিল স্বতস্ফূর্ত। প্রথম দুই ওয়ানডেতে হেরে ঢাকায় সিরিজ খুইয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন : তাসকিন আমাদের নজর কেড়েছে

চট্টগ্রামে এসে শেষ ম্যাচে জয় তুলে নেয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার টি-টোয়েন্টিতে জয়ের পালা।

এদিকে ইংল্যান্ড চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। যেমনটা বলেছেন ক্রিস ওকস, ‘হ্যা, আসলেই রোমাঞ্চিত আমরা। আমরা যে বিশ্বচ্যাম্পিয়ন সেটার ছাপ রেখে যাওয়ার একটা বড় সুযোগ এই সিরিজ।

বিশ্বকাপ জয়ের পর থেকে আমরা আর কোনো সিরিজ খেলিনি। তাই আবারও, এই কন্ডিশনে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এখানে বাংলাদেশের মতো ভালো দলের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকর বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা