ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
খেলা

ভুটানকে উড়িয়ে দিল সুরভী

স্পোর্টস ডেস্ক : রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানকে ৯ -০ গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সোমবার (৭ নভেম্বর) দ্বিতীয় দেখায় তাদের ৯-০ গোলে হারিয়েছে। প্রথম দেখায় তাদের ৮-০ গোলে হারিয়েছিল।

এই জয়ে বাংলাদেশের হয়ে একাই ৬ গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। প্রথম ম্যাচেও ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

নিজেদের মাঠে শুরু থেকেই ভুটানের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। ১৫ মিনিটেই পেয়ে যায় ফল।

আরও পড়ুন : ষড়যন্ত্র করেছিল ভারত!

এ সময় প্রথম গোল করেন সুরভি। ২২ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৩২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সুরভী নিজের চতুর্থ গোলটি পেয়ে যান।

বিরতির ৪৬ মিনিটে সুরভী নিজের পঞ্চম গোল করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। এরপর ৫৫ মিনিটে নুসরাত জাহান মিতু গোল করলে ব্যবধান হয় ৬-০।

৬৫ মিনিটে আয়শা আক্তারের গোলে ব্যবধান আরও বাড়ে। ৮০ মিনিটে থুইনউয়ি মারমা জটলার মধ্য থেকে দলের অষ্টম গোলটি করেন। আর ৮৭ মিনিটে ভুটানের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুরভি। যা ছিল তার ষষ্ঠ গোল। আর বাংলাদেশের নবম।

আরও পড়ুন : অবশেষে প্রোটিয়াদের বিদায়

গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা এই জয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে নেপাল আছে দ্বিতীয় স্থানে।

ভুটানের বিপক্ষে দুই ম্যাচেই ১৭ গোল দিলো বাংলাদেশ। অবশ্য নেপালের কাছে দ্বিতীয় ম্যাচে হেরেছিল ১-০ গোলে। লিগ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (১১ নভেম্বর) নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে নেপালকে হারাতেই হবে সুরভী-আয়শাদের।

এবারের আসরে অবশ্য শক্তিশালী ভারত অংশ নেয়নি। অংশ নিয়েছে মাত্র তিনটি দল- বাংলাদেশ, নেপাল ভুটান। সে কারণে এবারের এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবগুলো দল সবার সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুন : অজিদের স্বপ্ন ভেঙে সেমিতে ইংল্যান্ড

২০১৭ সালে বাংলাদেশের মেয়েরা এই কমলাপুরেই ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছিল। এরপর ২০১৮ সালের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয় বাংলাদেশ।

সর্বশেষ ২০১৯ সালের আসরেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার টাইব্রেকারে ভারতের কাছে ৫-৩ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

এবার অবশ্য ভারত না থাকায় চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের কিশোরীদের সামনে। এখন দেখার বিষয় নেপালের মেয়েদের পেছনে ফেলে শিরোপা জিততে পারে কিনা ছোটনের ছোট শিষ্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা