রমিজ রাজা
খেলা

ষড়যন্ত্র করেছিল ভারত!

সান নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ভারত ষড়যন্ত্র করেছিল পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে! যদিও সে ষড়যন্ত্র কাজে লাগেনি। কারণ, আল্লাহ তাদের সাথে আছেন।

আরও পড়ুন: আমি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি

পাকিস্তান সেমিফাইনালে ওঠার পরই টুইট করেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। পবিত্র কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করে দিয়েছেন শুধু সেই টুইটে। সুরা আনফালের ৩০ নম্বর আয়াতের ইংরেজি অনুবাদ উল্লেখ করেন তিনি। যার অর্থ, ‘ওরাও পরিকল্পনা করে। আল্লাহও পরিকল্পনা করেন। আর আল্লাহর পরিকল্পনাই সবার চেয়ে সেরা।’

রমিজ রাজার এই টুইটের পর ভারতীয় মিডিয়া মনে করছে, এটা ভারতকে খোঁচা দিয়েই করা। কারণ, এর অর্থ পরিষ্কার। ভারত ষড়যন্ত্র করেছিল; কিন্তু পাকিস্তানের সঙ্গে আল্লাহ ছিলেন বলে সে ষড়যন্ত্র কার্যকর হয়নি। কারণ, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। রমিজ রাজার টুইটে ভারতীয়দেরকেই সবচেয়ে বেশি জবাব দিয়ে রিটুইট করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: দুই মোট‌রসাইকেল আরোহী নিহত

এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ‘ষড়যন্ত্র’ তত্ব নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে। তাদের অভিযোগ, বিশ্বকাপে ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। রোহিত শর্মারা যাতে বিশ্বকাপের সেমিফাইনালে সহজে উঠতে পারেন সে রাস্তা পাকা করে দিয়েছে আইসিসি। নানা বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে, পক্ষপাতমূলক আম্পায়ারিং করিয়ে টেনে তোলা হচ্ছে ভারতকে।

সেসব অভিযোগকারীর মধ্যে রমিজ রাজাও ছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পরে তিনি রোহিত শর্মাদের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তান সেমিফাইনালে উঠতেই সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান। ভিন্নভাবে হলেও ভারতকে খোঁচা দিলেন তিনি।

আরও পড়ুন: খালেদা জিয়ার জামিন

অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রশংসা করেছেন পুরো দলের। তিনি বলেন, ‘এটা দলগত খেলার ফল। ক্রিকেট সত্যিই খুব মজার খেলা। যেভাবে আমাদের দলের ক্রিকেটাররা শেষ চারের জায়গা পাকা করল তার জন্য ওদের কোনও প্রশংসা যথেষ্ট নয়। সামনে সেমিফাইনাল। এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করব।’

অ্যাডিলেডের উইকেটে ব্যাট করা খুব একটা সহজ ছিল না বলে জানান বাবর। কিন্তু সেই উইকেটে দলের ব্যাটাররা ভাল খেলেছেন বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, ‘এই পিচে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। দু’রকমের গতি ছিল। কোনও বল দ্রুত ব্যাটে আসছিল। কোনও বল থেমে আসছিল। তাই শট খেলতে সমস্যা হচ্ছিল।’

আরও পড়ুন: বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতন্ত্রের দেশ

দল জিতলেও নিজের এবং রিজওয়ানের খেলায় মোটেও খুশি নন বাবর। তারা রান না করায় মিডল অর্ডারের উপর চাপ বাড়ছে বলে জানান তিনি। পাক অধিনায়ক বলেন, ‘আমি ও রিজওয়ান শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হল না। তবে হারিস আক্রমণাত্মক ব্যাটিং করেছে। ওকে দেখে ভাল লাগছে। তবে এখন নিজেদের ব্যাটিং নিয়ে কিছু ভাবছি না। সেমিফাইনাল খেলতে মুখিয়ে আছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় চুয়েট...

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা