বেন স্টোকস
খেলা

ক্রিকেটাররা গাড়ি নয়

সান নিউজ ডেস্ক: ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে এই ফরম্যাটে জীবনের শেষ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ইংল্যান্ড গত কয়েক মাস ধরে অবিরাম ক্রিকেট খেলছে। শুধু জুলাইয়েই ১৭ দিন মাঠে ছিল তারা। সামনের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বছরজুড়ে এত বেশি সূচি রেখে ক্রিকেটারদের সঙ্গে গাড়ির মতো আচরণ না করতে ক্রিকেট প্রশাসকদের অনুরোধ করেছেন তিনি।

টেস্ট ম্যাচ স্পেশালকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘আমরা (ক্রিকেটাররা) গাড়ি নই যে আপনারা শুধু পেট্রোল ভরবেন আর আমরা ফের চলতে শুরু করবো। একই সময়ে আমাদের টেস্ট সিরিজ ছিল এবং ওয়ানডেও খেলতে হয়েছে, এটা খুবই অদ্ভুত।’

আরও পড়ুন: শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র তিন ওভার বল করেন স্টোকস এবং করেন মাত্র ৪৮ রান। রোহিত শর্মার দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে স্টোকস জানান।

মূলত টেস্ট ক্যারিয়ার আরও লম্বা করতেই এই সিদ্ধান্ত নেন স্টোকস। তার অনুপ্রেরণা ৩৬ বছর বয়সী স্টুয়ার্ট ব্রড ও ৩৯ বছরের জেমস অ্যান্ডারসন, যারা শুধু লাল বলের ক্রিকেটেই খেলে যাচ্ছেন।

বর্তমান টেস্ট অধিনায়ক স্টোকস বললেন, ব্রডের সঙ্গে কথা বলে তার উপলব্ধি হয়েছে সাদা বলের যে কোনো একটি ফরম্যাট তার ছেড়ে দেওয়া উচিত।

আরও পড়ুন: রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার

স্টোকস বলেন, ‘আমি স্টুয়ার্টকে জিজ্ঞাসা করেছিলাম সে এখনও যে খেলে যাচ্ছে এর কারণ সাদা বলের ক্রিকেট ছেড়ে দেওয়া কি না! ১৬০ টেস্ট তার ক্যারিয়ারে। সে বলেছে, নিঃসন্দেহে হ্যাঁ। আমিও ইংল্যান্ডের জন্য ১৪০-১৫০ টেস্ট খেলতে চাই। আশা করি যখন আমার বয়স ৩৫-৩৬ হবে, তখনও টেস্ট ক্রিকেট খেলতে থাকবো। ওই সময় এই সিদ্ধান্তের দিকে ফিরে থাকাবো এবং তখন বুঝবো আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা